Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়ে সিলেট মিশন শুরু করলো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন


৩ জানুয়ারি ২০২০ ১৮:২৪ | আপডেট: ৩ জানুয়ারি ২০২০ ১৮:২৫

খুলনা টাইগার্সের বিপক্ষে ১২ রানে জয় দিয়ে সিলেট মিশন শুরু করেছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ঢাকার দেয়া ১৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১৬০ রানে থেমে যায় খুলনার ইনিংস।

ঢাকার দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা সুবিধার হয়নি খুলনা টাইগার্সের। দলীয় ১১ রানেই হারিয়ে বসে ওপেনার আমিনুল ইসলামকে। মাশরাফির বলে তামিমের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। তাঁর বিদায়ে খুলনার শিবিরে শুরু হয় আসা যাওয়ার মিছিল।

বিজ্ঞাপন

আমিনুলের বিদায়টা যেন মেনে নিতে পারছিলেন না তাঁর সঙ্গী মেহেদী মিরাজ। দলীয় ২০ রানে হাসান মাহমুদের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর ৩৯ রানে শাদাব খান এবং ৪৪ রানে মাঠ ছাড়েন রাইলি রুশো।

দ্রুত উইকেট পতনে দিশেহারা খুলনার দায়িত্ব কাঁধে তুলে নেন মুশফিকুর রহিম এবং নাজিবুল্লাহ জাদরান। দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। কিন্তু বেশিক্ষণ এগিয়ে নিতে পারেননি দলকে।

রান আউটের শিকার হয়ে নাজিবুল্লাহ জাদরান সাজঘরে ফিরেলে ভাঁটা পরে খুলনার রানের চাকায়। ফিরে যান ফ্রাইলিঙ্কও। কিন্তু উইকেট আগলে ধরে লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম। ব্যক্তিগত অর্ধশতক তুলে নেবার সাথে সাথে সচল রাখেন দলের রানের চাকা।

তবে তাঁর ব্যাট থামে ৩৩ বলে ৬৪ করে। সেই সাথে ৮ উইকেটের খরচায় ১৬০ রানে থামে খুলনার ইনিংসও।

এর আগে টসে জিতে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ব্যাট করতে পাঠায় খুলনা টাইগার্স। বৃষ্টি বাধায় ম্যাচ মাঠে গড়ায় কিছুটা বিলম্বে। ব্যাট করতে নেমে মুমিনুল হকের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানে থামে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের ব্যাটিং ইনিংস।

বিজ্ঞাপন

 

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর