রংপুরের বিপক্ষে বড় সংগ্রহ রাজশাহীর
২ জানুয়ারি ২০২০ ১৫:২১ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ১৫:২৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের সিলেট পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি রাজশাহী রয়্যালস আর রংপুর রেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। তবে রয়্যালস ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে পারে।
আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেন। ইনিংসের পাঁচ ওভার পূর্ণ হওয়ার আগেই এই দুই ওপেনার গড়েন অর্ধশতের জুটি। তবে ৪.৫ ওভারে দলীয় ৫১ রানে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে লিটন দাস (১৫) ফিরলে ভাঙে জুটি। তবে এর পরের ওভারেই ফেরেন আফিফ হোসেন (৩৫)। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শোয়েব মালিক। শেষ পর্যন্ত তিনি ফেরেন ব্যক্তিগত ৩৭ রানে।
শেষ দিকে রবি বোপারার অর্ধশতকে বড় সংগ্রহ পায় রাজশাহী। বোপারা অপরাজিত থাকেন ৫০ রান আর ৯ বলে ১৫ রান করেন মোহাম্মদ নেওয়াজ। অন্যদিকে বল হাতে চার ওভারে ৪১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান আর আর একটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি এবং মোহাম্মদ নবী।