Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সফরে আপত্তি নেই হেড কোচ ডোমিঙ্গোর


১ জানুয়ারি ২০২০ ১৪:৫৮ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ২১:২৬

পাকিস্তান সফর নিয়ে দুই বোর্ডের মধ্যে চলছে নিদারুণ টানাপড়েন। দেশটির নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সফরকারী বাংলাদেশ দলের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, শুধুমাত্র তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতেই চলতি মাসের তৃতীয় সপ্তাহে তারা দেশটিতে সফর করবে। আর দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি পাকিস্তানে নয়, খেলবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।

অন্যদিকে, স্বাগতিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলছেন, দেশের বাইরে অন্য কোথাও ম্যাচ খেলবে না পাকিস্তান। দুটি সিরিজই তারা নিজেদের মাটিতে খেলতে আগ্রহী। সিরিজটি নিয়ে দুই বোর্ডের সিদ্ধান্ত যখন বিপরীত মেরুতে তখন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানালেন, পাকিস্তান সফরে যেতে তার কোনো সমস্যা নেই।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) সংবাদমাধ্যমকে তিনি একথা জানান।

ডোমিঙ্গো বলেন, ‘আমার মনে হয় অনেকেই যেতে চাইছে না। তবে যদি যেতেই হয়  আমার কোন সমস্যা নেই। তাছাড়া  কি হবে না হবে সেটা দুই দেশের বোর্ডই তাদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

অথচ গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন কোচিং স্টাফদের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে সংশয় আছে। পাশাপাশি ক্রিকেটারদের যাওয়া নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছিলেন।

‘কোচিং স্টাফদের অনেকে আগেই বলে দিয়েছে, ওরা যাবে না। কেউ কেউ যেতে পারে, তবে সংক্ষিপ্ত সময়ের জন্য। বেশির ভাগই যেতে চায় না। ক্রিকেটারদের অনেকের সঙ্গে কথা হয়েছে। কিছু ক্রিকেটার যেতে ইচ্ছুক নয়। কয়েকজন যেতে রাজী, তবে সংক্ষিপ্ত সময়ের জন্য। ওদের সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বড় ব্যাপার হলো পরিবার। ওদের বাবা-মা, আত্মীয়স্বজন সবাই চিন্তিত, উৎকণ্ঠায় আছে।’

বিজ্ঞাপন

এমতাবস্থায় রাসেল ডোমিঙ্গোর  এমন মন্তব্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য স্বস্তির খবরই বটে।

পাকিস্তান সফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাসেল ডোমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর