চ্যাম্পিয়নদের বিদায় করে সেমিতে রহমতগঞ্জ
৩০ ডিসেম্বর ২০১৯ ১৯:০৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৯:২৭
ঢাকা: ম্যাচটা যে হাইভোল্টেজ হতে চলেছে সেটা অনুমেয় ছিল। চলতি টিভিএস ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনীকে পেনাল্টি শ্যুটআউটে রোমাঞ্চকরভাবে হারিয়ে সেমি ফাইনালে পা রাখলো জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ। এ হারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাসভাবে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিতে পা রেখেছে রহমতগঞ্জ। ঢাকা আবাহনীর দুই বিদেশি সানডে ও বেলফোর্টের শট রুখে দিয়ে ম্যাচের নায়ক রহমতগঞ্জের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।
ম্যাচের নির্ধারিত সময় ০-০ ব্যবধানে রুখে দিয়ে অতিরিক্ত সময়ে ১-১ ব্যবধানের রোমাঞ্চ ছড়িয়েছে রহমতগঞ্জ। সেই ম্যাচটা পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটায় রহমতগঞ্জ।
এই আসরে এর আগে গ্রুপ পর্বে কোন জয় না পেয়েও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া একমাত্র দল রহমতগঞ্জ। গ্রুপ পর্বে দুই হ্যাভিয়েট সাইফ ও শেখ জামালকে রুখে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে পুরান ঢাকার দলটি। এই গ্রুপ থেকেই শেখ জামালকে বিদায় নিতে হয়েছে।
জায়ান্ট কিলার হিসেবে আখ্যা দেয়াই যেতে পারে কম বাজেটের এই দলকে। গ্রুপে আন্ডারডগ হিসেবে খেলে শেষ আটে যাওয়ার পথে সাইফকে ০-০ ব্যবধানে রুখে দিয়ে দ্বিতীয় ম্যাচেও শেখ জামালকে ১-১ ব্যবধানে থামিয়ে দেয় রহমতগঞ্জ।
অন্যদিকে দুর্দান্ত ফর্মে ছিল ঢাকা আবাহনীও। শিরোপা ধরে রাখার লড়াইয়ে বিস্ফোরক হিসেবেই আবির্ভূত হয়েছে ধানমন্ডির জায়ান্টরা। বাংলাদেশ পুলিশকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ম্যাচেও আরামবাগকে উড়িয়ে দিয়েছে ৫-১ ব্যবধানে।
ফেভারিট হিসেবে নামলেও রহমতগঞ্জের রক্ষণভাগে ভালোই ভুগতে হয়েছে ঢাকা আবাহনীকে। জায়ান্টদের একের পর এক আক্রমণ রুখে দিয়েছে পুরান ঢাকার দলটি।
ম্যাচের চার মিনিটে জীবনের শট গোলরক্ষক লিটনের গায়ে লেগে বাইরে চলে গেলে হতাশ হয় আবাহনীর সমর্থকরা। হতাশা চলে নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর্যন্ত। ১৭ মিনিটে মামুনের থ্রু পাস থেকে বল পেয়ে ডি বক্সের ডান প্রান্ত থেকে বেলফোর্টের পাস সিক্স ইয়ার্ডের সামনে থেকে গোল করতে ব্যর্থ হন সানডে।
প্রথমার্ধ রুখে দিয়ে দ্বিতীয়ার্ধেও ধারাবাহিকতা ধরে রাখে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে জীবনের কাছ থেকে পাস পেয়ে ডি বক্সের সামনে থেকে সানডের শট রুখে দেন রাসেল মাহমুদ লিটন। ৮৫ মিনিটে বেলফোর্টের ব্যাকভলিতে দারুণ সেভ করে দেন রহমতগঞ্জের আসররভ।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটেও আবাহনীকে রুখে দেয় রহমতগঞ্জ।
ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ম্যাচের ডেডলক ভাঙে আবাহনী। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইলসন আলভেসের লম্বা পাস থেকে ভলিতে দুর্দান্ত গোল করেন বেলফোর্ট কার্ভেন্স।
ম্যাচ জিতেই যাচ্ছিল আবাহনী। শুধু রেফারির বাঁশির অপেক্ষা। একেবারে অন্তিম মুহূর্তে গোল করে সমতায় ফেরে ম্যাচে টানটান উত্তেজনা নিয়ে আসে রহমতগঞ্জ। আসররভের লম্বা পাস থেকে হেডে সোহেলকে বোকা বানিয়ে বল জালে জড়ান রহমতগঞ্জের বদলি হিসেবে মাঠে নামা মিডফিল্ডার এনামুল ইসলাম গাজী।
সেই উত্তেজনা ছড়ায় পেনাল্টি শ্যুটআউটে। এবার ম্যাচের নায়ক রহমতগঞ্জের গোলরক্ষক লিটন। আবাহনীর দুই আক্রমণভাগের ফুটবলার সানডে ও বেলফোর্টের শট রুখে দিয়ে রহমতগঞ্জকে সেমিতে তুলে দেন লিটন।
এ জয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটায় রহমতগঞ্জ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে টুর্নামেন্টের সবার আগে শেষ দুইয়ে পা রাখে পুরান ঢাকার দলটি।