ডেলপোর্ট ঝড়ে রংপুরের সহজ জয়
৩০ ডিসেম্বর ২০১৯ ১৭:০১
টিকে থাকার লড়াইয়ে সিলেট থান্ডারকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রেঞ্জার্স। আর ৭ম হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সিলেট থান্ডার।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেটের দেয়া ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শেন ওয়াটসনকে হারায় রংপুর। এরপর ক্রিজে নামেন ডেলপোর্ট।
উইকেটে এসেই শুরু করেন এলোপাতারি ঝড়। মোহাম্মদ নাইমকে সঙ্গে নিয়ে শুরু করেন ৯৯ রানের ঝড়ো জুটি। নিজে খেলেন ২৮ বলে ৬৩ রানের টর্ণেডো ইনিংস।
এই টর্ণেডো থামে নাভিন-উল-হকের বলে। নাভিনের প্রথম শিকার হয়ে নাইম হাসানের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। এরপর লুইস গ্রেগরিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তিনি।
বাকি কাজটুকু সারেন মোহাম্মদ নাবী এবং মোহাম্মদ নাইম। দলকে এনে দেন ৭ উইকেটের বড় জয়। নাইম অপরাজিত থাকেন ৩৭ রানে এবং মোহাম্মদ নাবী ১৮ রানে।
এর আগে টসে জিতে সিলেট থান্ডারকে ব্যাট করতে পাঠায় রংপুর। ব্যাট করতে নেমে মোস্তাফিজের বোলিং তোপে নাজেহাল হয়ে ৯ উইকেট হারিয়ে সিলেট তুলে ১৩৩ রান। মোস্তাফিজ নেন ১০ রানে ৩ উইকেট।