Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন ছেড়েছেন আফ্রিদি; আসছেন শেহজাদ


৩০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৬

ডান হাঁটুর চোট নিয়ে গত পরশু পাকিস্তানের বিমান ধরেছেন ঢাকা প্লাটুনের পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আর এর মধ্য দিয়েই তার বঙ্গবন্ধু বিপিএলের সমাপ্তি ঘটেছে। আফ্রিদির চলে যাওয়ায় কোচ মোহাম্মদ সালাহউদ্দিন দলে ভেড়াচ্ছেন আরও দুই পাকিস্তানিকে। একজন আহমেদ শেহজাদ আর অপরজন ফাহিম আশরাফ।

সবকিছু ঠিক থাকলে বিপিএল’র সিলেট পর্বে তারা দু’জনই যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের জার্সি গায়ে নামবেন। সোমবার (৩০ ডিসেম্বর) সারাবাংলাকে এতথ্য দিলেন ঢাকা প্লাটুনে ম্যানেজার আহসানুল্লাহ হাসান।

বিজ্ঞাপন

তিনি বললেন, ‘শহীদ আফ্রিদির ডান হাঁটুতে ব্যথা ছিল। এজন্য গত পরশু সে পাকিস্তানে চলে গেছে। নতুন যে দু’জন আসছে তারা হলেন, আহমেদ শেহজাদ ও ফাহিম আাশরাফ। আশা করছি তারা সিলেট পর্বেই খেলবে।‘

আহমেদ শেহজাদ বিপিএলে আগে খেললেও ফাহিমের এটাই হবে প্রথম।

গেল মাসে ঘরোয়া ক্রিকেটে বল টেম্পারিংয়ের দায়ে ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা গুনেছিলেন পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। কায়েদে আযম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাব ও সিন্ধ’র মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটিয়েছিলেন। যদিও তিনি তা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবী করেছিলেন।

আহমেদ শেহজাদ টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন শহীদ আফ্রিদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর