Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার সঙ্গে খেলতে চান ক্রিস্টিয়ানো জুনিয়র


৩০ ডিসেম্বর ২০১৯ ১৩:২৪

বয়স ৩৪ চলছে, তবুও যেন থেমে যাওয়ার ইচ্ছা নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। বয়স যেন তার কাছে কেবল একটি সংখ্যা। পারফরম্যান্স করে যাচ্ছেন যেন ঠিক ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে আছেন। আর রোনালদোর কাছে তার ছেলের অনুরোধ আরও কিছুদিন যেন তিনি ফুটবল খেলেন। ক্রিস্টিয়ানো জুনিয়র খেলতে চায় তার সঙ্গেই।

দুবাই’য়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন সম্প্রতি। সেখানে সাক্ষাৎকার দেওয়ার সময়ই রোনালদো বলেন, ‘আমার ছেলে আমাকে অনুরোধ করেছে যেন আমি আরও কিছুদিন ফুটবল খেলতে থাকি। সে আশা করে আমার সঙ্গে আর কিছুদিন পরেই খেলতে পারবে। আমিও এখনই বুটজোড়া তুলে রাখার কথা ভাবছি না। আমি জানি এটা অনেক কঠিন তবে আমার বিশ্বাস আমি পারবো।‘

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর পর গুঞ্জন উঠেছিল রোনালদো নিজেকে প্রমাণের জন্য ইতালিতে পাড়ি জমিয়েছেন। তবে সে গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো নিজেই। বললেন, ‘আমার নিজেকে কারও কাছে প্রমাণের কোনো দরকার নেই। আমার পরিসংখ্যানই আমার হয়ে কথা বলে। কিন্তু আমাকে যেটা করতে হবে তা হলো আমার পরিবার, আমার সন্তান আর নিজেকে দেখাতে হবে যে আমি এখনও পারি।‘

জুভেন্টাসে নিজের দ্বিতীয় মৌসুম কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর চূক্তি অনুযায়ী জুভেন্টাসে আরও দুই মৌসুম কাটাবেন রোনালদো। ক্রিস্টিয়ানো জুনিয়রের বর্তমান বয়স ৯ বছর, খেলছেন জুভেন্টাসের বয়সভিত্তিক দলে। আর প্রোফেশনাল ক্যারিয়ারে ছেলের সঙ্গে খেলতে হলে রোনালদোকে কমপক্ষে ৪০ বছর বয়স পর্যন্ত নিজের ক্যারিয়ারের শীর্ষে থেকেই পারফর্ম করতে হবে।

এক সঙ্গে খেলতে চান কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো জুনিয়র দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর