Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে কিংসের জার্সি গায়ে দেয়া হচ্ছে না তারিক কাজীর


২৯ ডিসেম্বর ২০১৯ ২৩:০০

ঢাকা: বসুন্ধরা কিংসের এবার চুক্তি করেছে ফিনল্যান্ডের বাংলাদেশি প্রবাসী ফুটবলার তারিক কাজী। চুক্তি সাড়লেও এখনও পর্যন্ত কিংসের জার্সি পড়ে মাঠে নামা হয়নি তারিক কাজীর। ফিনল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা এই ডিফেন্ডারকে ছাড়াই চলতি ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে কিংস। পুরো টুর্নামেন্টেই একটা বলও পায়ে লাগানো সুযোগ নেই বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের।

কেন মাঠে নামা হচ্ছে না তারিক কাজীর?

বিজ্ঞাপন

ফিনল্যান্ড থেকে উড়িয়ে এনে এখনও তাকে দিয়ে কোন ম্যাচ খেলাতে পারেনি কিংস দল। দেশের জাতীয় পরিচয় পত্রও তারিক পেয়ে গেছেন হাতে। এখনও মিলছে মাঠে নামার গ্রিন কার্ড!

কিংস সূত্রে জানা যায়, জাতীয় পরিচয় পত্র পেলেও পাসপোর্ট হাতে পায়নি তারিক কাজী। তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য এখন ফিনল্যান্ডেই অবস্থান করছেন এই প্রবাসী ফুটবলার। ফেডারেশন কাপ খেলার কোনও সম্ভাবনা নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে দেশের মাটিতে অভিষেক হবে তারিক কাজীর।

এ বিষয়ে কিংসের স্ট্র্যাটেজি ও প্লানিং প্রধান বায়েজিদ জোবায়ের নিপু সারাবাংলাকে জানান, ‘তারিক কাজী পাসপোর্টের কাজ সম্পন্ন হবে শিগগিরই। ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফিনল্যান্ডে আছে। লিগের প্রথম থেকেই আশা করি থাকবে সে।’

দেশের ফুটবলের যারা খোঁজ-খবর রাখেন তাদের কাছে পরিচিত নাম তারিক কাজী।

লাল-সবুজদের পোস্টার বয় জামাল ভূঁইয়ার মতোই ফুটবলে আগমণ তারিক কাজীর। ফিনল্যান্ডেই ছোটবেলা থেকে ফুটবলটাকে ধ্যানজ্ঞান হিসেবে নিয়েছেন এই রাইটব্যাক। জায়গা করে নিয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৭-১৮-১৯ দলে। র‌্যাঙ্কিংয়ে ৫০-এর মধ্যে থাকা ফিনল্যান্ডের সর্বোচ্চ লিগেও খেলছেন দাপটের সঙ্গে। দেশের ফুটবলের টানে চলে এসেছেন বাংলাদেশে।

বিজ্ঞাপন

নওগায় পিতৃভূমি তারিকের। সেই সুবাদে দেশের টানে আসা-যাওয়া তার। সবশেষ খেলেছেন ফিনল্যান্ডের ক্লাব ইলভেস্ ট্যাম্পেরেতে। ইতোমধ্যে ইউরোপা লিগের বাছাইপর্বের একটি ম্যাচও খেলে ফেলেছেন তারিক। কিংসের সঙ্গে চুক্তিও সেড়ে ফেলেছেন তারিক।

সামনের বছর জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের পঞ্চম ম্যাচ আছে ঢাকাতেই। মার্চের ২৬ তারিখ আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। পারফরম্যান্স দেখিয়ে তারিক সুযোগ পেতে পারেন এ দলেও। শুধু তারিক নয় দেশের সব ফুটবলারদের জন্য সুযোগ বলে মনে করেন জেমি, ‘শুধু তারিক নয় যারাই ভাল পারফরম্যান্স করতে পারবে তারাই দলে সুযোগ পেতে পারে।’

আর ব্যাটে বলে হয়ে গেলেই জামাল ভূঁইয়ার পর জাতীয় দলেও এই ফুটবলারের সুযোগ হতে পারে। সে জন্য থিতু হতে হবে দেশের ফুটবলে।

তারিক কাজী পাসপোর্ট প্রবাসী ফুটবলার ফিনল্যান্ড বসুন্ধরা কিংস বাংলাদেশি বংশোদ্ভূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর