Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরের পর হলিউডে অভিনয় করতে চান রোনালদো


২৯ ডিসেম্বর ২০১৯ ১১:৫৯

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য। ক্যারিয়ারে সব চ্যালেঞ্জ নিতেই রোনালদো সব থেকে বেশি পছন্দ করেন জানিয়েছেন নিজেই। বয়স ৩৪ চলছে। তবে রোনালদোর জন্য তা যে কেবল একটি সংখ্যা প্রমাণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তবে অবসরের পরের কথা এখন থেকেই ভাবছেন রোনালদো। পরিকল্পনা নিয়ে কাজও অবশ্য শুরু করে দিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা।

ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে আরও বেশ কয়েক বছর যে শীর্ষ পর্যায়ে পারফর্ম করবেন তা নিয়ে সন্দেহ নেই কোনো। তবে বয়সের কাছে কখনও তো অবশ্যই অবসর গ্রহণ করতে হবে। আর তাই তো অবসরের পরের পরিকল্পনা এখনই নিচ্ছেন রোনালদো। হলিউডের কোনো একটা ছবিতে অভিনয় করতে চান। আর তাই তো ইংরেজি আরও ভালোভাবে রপ্ত করতে নতুন করে পড়াশোনাও শুরু করবেন রোনালদো।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করেন রোনালদো। এই অনুষ্ঠানে রোনালদো নিজের ক্যারিয়ারের পরবর্তি ধাপের কথা বলেন। রোনলদো জানান, ‘ফুটবল থেকে অবসর গ্রহণ করার পর আমি একটি ছবিতে অভিনয় করতে চাই। সেটা হলিউডের ছবি হলেই ভালো হয়।‘

তবে এখনই অবসরে যাওয়ার কথা ভাবছেন না রোনালদো। এখনও জুভেন্টাসকে তার অনেক কিছু দেওয়া বাকি রয়েছে বলেও জানান তিনি। রোনালদো বলেন, ‘এখনই নিজের অবসরের কোনো ভাবনা নেই। তবে ধীরে ধীরে বুটজোড়া তুলে রাখার দিকেই এগুচ্ছি আমি।‘

ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ার জন্য বই খাতা তুলে রাখতে বাধ্য হয়েছিলেন রোনালদো। প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও ইংল্যান্ডে এবং স্পেনে খেলার সুবাদে শিখেছিলেন ইংরেজি ও স্প্যানিশ ভাষা। তবে অবসরের পর অবশ্যই রোনাদলো বড় পরিসরে পড়াশোনায় ফিরতে চান জানিয়েছেন নিজেই।

বিজ্ঞাপন

অবসর ক্রিস্টিয়ানো রোনালদো হলিউড মুভি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর