Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসেল-বোপারাদের দেখে শিখছেন আফিফ


২৮ ডিসেম্বর ২০১৯ ২০:৫৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ২১:০৮

লক্ষ্যটা বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই স্থির করেছিলেন, আর যাই হোক পাওয়ার হিটিং রপ্ত করতেই হবে। মেন্টর হিসেবে নিজ দলেই আছেন ক্যারিবীয় সুপার হিটার আন্দ্রে রাসেল। তাই আর খুব দূরে যেতে হয়নি। তাকে দেখে দেখে ব্যাটিং স্টাইল বদলের চেষ্টা চালিয়ে গেছেন খুলনা টাইগার্সের টপ অর্ডার আফিফ হোসেন। টুর্নামেন্টের শুরুতে ঝড়ো ব্যাটিংয়ের সেই প্রতিফলন দেখা যায়নি সত্যি তবে মাঝামাঝি এসে কিছুটা হলেও দেখা গেল। কীভাবে হল? বললেন, আন্দ্রে রাসেলকে দেখে শিখছেন।

বিজ্ঞাপন

খুলনা টাইগার্সের ৬ ম্যাচে করেছেন ১৯০ রান।  ম্যাচ প্রতি গড় ৩৮.০০। স্ট্রাইক রেটও মন্দ নয়, ১৩২.৮৬। তবে এসব ছাপিয়ে লক্ষ্যণীয় হয়ে উঠেছে তার ব্যাটিং স্টাইল। যে কোন অর্ডারে ঝড়ো ব্যাটে তছনছ করে দিতে চাইছেন প্রতিপক্ষের বোলিং লাইন আপ। যার প্রেরণার মূলে রাসেল। আর অপর দুই সতীর্থ শোয়েব মালিক ও রবি বোপারার কাছ থেকে শিখছেন কতটা দক্ষ হাতে স্পিন বলে বিরুদ্ধে খেলতে হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফিফ বলেন, ‘আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় অনেক জনই আছে। বোপারা (রবি বোপারা) আছেন। মালিক ভাই (শোয়েব মালিক), বোপারা স্পিন ভালো খেলে। তাদের থেকে শেখার চেষ্টা করছি, স্পিন কিভাবে ভালো খেলা যায়। আর রাসেলের (আন্দ্রে রাসেল) কিছু টেকনিক দেখছি, কেমন টেকনিক সে ব্যবহার করে পাওয়ার হিটিংয়ের জন্য।’

আরও পড়ুনঃ বাংলাদেশের কেউ সেঞ্চুরি করবে

আন্দ্রে রাসেল আফিফ হোসেন ধ্রুব খুলনা টাইগার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর