খুলনাকে ১৫৮ রানের লক্ষ্য বেঁধে দিলো সিলেট
২৮ ডিসেম্বর ২০১৯ ২০:২৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ২০:২৫
ঢাকা পর্বের দ্বিতীয় দিনের শেষ ম্যাচে জয়ের জন্য খুলনা টাইগার্সকে ১৫৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে সিলেট থান্ডার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৫৭ রান।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় খুলনা টাইগার্স। ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচার এবং রুবেল মিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়ে সিলেট। ২৪ বলে ৩৭ রান করে ফ্রাইলিঙ্কের শিকার হয়ে মাঠ ছাড়েন ফ্লেচার। সেই সাথে ভাঙে তাদের জুটিও।
এরপর চার্লসকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন রুবেল মিয়া। কিন্তু বিপত্তি বাঁধে চার্লসের বিদায়ে। দলীয় ১০১ রানে চার্লস শহিদুলের শিকার হয়ে সাজঘরে ফিরলে ১০৪ রানের ভেতর ফিরে যান ৩৯ করা রুবেল, আর রানের খাতা খোলার আগেই তাদের পথ ধরেন মোহাম্মদ মিঠুন।
দ্রুত দুই উইকেট পতনে বেশ ব্যাকফুটে চলে যায় সিলেট। সেই অবস্থায় দলের হাল ধরে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাথারফোর্ড এবং অধিনায়ক মোসাদ্দেক।
এই দুইজনের ব্যাটে ভর করে খুলনার সামনে ১৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট।
রাথারফোর্ড অপরাজিত থাকেন ২৬ রানে এবং মোসাদ্দেক ২৩ রানে। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন ফ্রাইলিঙ্ক এবং শহিদুল।