Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসেলের ৪শ ছক্কা


২৮ ডিসেম্বর ২০১৯ ১৬:০৬

আল –আমিন হোসেনকে সোজা ব্যাটে হাঁকালেন। বল উড়ে গিয়ে পড়ল সীমানার বাইরে। অমনি ছোঁয়া হলো মাইলফলক। বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪শ ছক্কার অনন্য এই মালইফলকটি ছুঁয়ে ফেললেন। বলছিলাম ক্যারিবিয়ান টর্নেডো আন্দ্রে রাসেলের কথা।

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাইলফলকটি স্পর্শ করেন তিনি। বঙ্গবন্ধু বিপিএলে এবারের আসরে রাজশাহী রয়্যালসের জার্সি গায়ে খেলছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার।

বিজ্ঞাপন

রাসেলের আগে এই মাইলফলক ছুঁয়েছেন কেবল চার ব্যাটসম্যান। টি-টুয়েন্টির রাজা ক্রিস গেইল ৪০০ ম্যাচে ছয় মেরেছেন ৯৬৬টি। আরেক ক্যারিবীয় ব্যাটিং দানব কাইরন পোলার্ড ৪৯৬ ম্যাচে মেরেছেন ৬৪৭টি ছক্কা। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ৩৭০ ম্যাচে ৪৮৫টি। আর অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন ৩১৭ ম্যাচে মেরেছেন ৪৩১টি ছক্কা।

৩৯৭টি ছক্কা নিয়ে শনিবার মিরপুরে নিজের ৩১২তম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামেন রাসেল। ২১ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মারেন ৪টি ছক্কা। যা তাকে ৪০০ ছক্কার এলিট ক্লাবের দরজা খুলে দেয়। টি-টোয়েন্টিতে রাসেল প্রতি ৭.৫ বলে একটি করে ছক্কা হাঁকিয়েছেন। যেখানে ক্রিস গেইল প্রতি ছক্কার জন্য খেলেছেন ৯.২ বল।

৪০০শত ছক্কা আন্দ্রে রাসেল বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রাজশাহী রয়্যালস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর