Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসি নয়; ‘চার জাতি’ সিরিজে গাঙ্গুলির পাশে অস্ট্রেলিয়া


২৮ ডিসেম্বর ২০১৯ ১১:৩১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১১:৫৫

তিন মোড়ল আর সঙ্গে আরও একটি দেশকে নিয়ে চার জাতির সুপার সিরিজ আয়োজনের প্রস্তাবটি এসেছে বিসিসিআইএর সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছ থেকে। তবে এতে কড়া সমালোচনা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এবং নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। আর তাতেই কিছুটা পিছপা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবার সেই গাড়িতে যে আরও একটু ধাক্কা দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

সৌরভ গাঙ্গুলির চার জাতি’র সুপার সিরিজকে সমর্থন জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি কেভিন রবার্টস। গাঙ্গুলির এমন প্রস্তাবের পক্ষ নিয়ে তিনি বলেন, ‘চার জাতি নিয়ে আয়োজন করতে চাওয়া সুপার সিরিজের ভাবনাটি অভিনব। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হোওয়ার পর থেকে এমন দারুণ সব সিদ্ধান্ত দেখা যাচ্ছে।‘

বিজ্ঞাপন

সৌরভ বিসিসিআইয়ের দায়িত্ব গ্রহণের পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে লন্ডনে বৈঠক করেন। আর এরপরেই তিনি জানান তিন মোড়ল অর্থাৎ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর চতুর্থ একটি দেশকে সঙ্গে নিয়ে আয়োজিত হবে চার জাতির সুপার সিরিজ। এই টুর্নামেন্টের চতুর্থ দলটি এখনও নির্বাচিত হয়নি যদিও। তবে ধারণা করা হচ্ছে একটি শক্তিশালী ক্রিকেট দলকেই বেছে নেওয়া হবে এই সিরিজের জনয়। তবে এ রকম প্রতিযোগিতার ভাবনা যে আসলে আইসিসি’কে চাপে রাখার কৌশল, তা নিয়ে নেই কোনো সংশয়।

শশাঙ্ক মনোহর আইসিসির প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকে নানান পরিবর্তন আসে ক্রিকেট দুনিয়ায়। যেখানে ছোট দলগুলো কিছুটা উপকৃত হলেও ক্রিকেটের তিন মোড়ল বলে খ্যাত ভারত, ইংল্যান আর অস্ট্রেলিয়া কিছুটা চাপে পড়ে। শ্রীনিবাসন আইসিসি প্রধান থাকার সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি থেকে যে অর্থ পেত তা এখন আরও কমিয়ে দিয়েছেন শশাঙ্ক মনোহর। আর সেই সঙ্গে মনোহর প্রত্যেক বছর একটি করে আইসিসি ইভেন্ট করার জন্যও উঠে পড়ে লেগেছেন। আর তাতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মনে করেছেন আইপিএলের জনপ্রিয়তা কমিয়ে আনতেই এমনটা করতে চাইছেন মনোহর।

বিজ্ঞাপন

প্রত্যেক বছর একটি করে আইসিসি’র টুর্নামেন্ট থাকলে আইপিএলের জন্য আলাদা সময় বের করতে বেশ বেগ পেতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আর এতেই ভাটা পড়তে পারে আইপিএলের জনপ্রিয়তায়।

আর আইসিসির এমন সিদ্ধান্তে সাঁই নেই ভারতের কর্তা ব্যক্তিদের। তাই তো আইসিসিকে চাপে ফেলতেই চার জাতির সুপার সিরিজ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই সিদ্ধান্তে ভারতকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও রবার্টস বলছেন, ‘সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের পধান হয়ে দায়িত্ব গ্রহণের পর বেশ অল্প সময়েই ভারতের মনোভাবে পরিবর্তন এনেছে। ভারত যে আগের অবস্থান থেকে সরে আসছে তার প্রমাণ মেলে কলকাতায় দিবারাত্রির টেস্ট আয়োজনের মধ্য দিয়েই। এবার আরও একটি দারুণ সিদ্ধান্ত চার জাতির সুপার সিরিজ আয়োজন। এই আয়োজনে আমরা ভারতের পাশেই আছি।‘

কেবল এখানেই থেমে যাননি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও। আইসিসির ক্রিকেট সূচী নিয়েই যে বেশ দ্বিমত রয়েছে অস্ট্রেলিয়ার সে সম্পর্কেও জানিয়ে দিয়েছেন। আর তাই তো তিনি বলেন, ‘নতুন বছরে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ভারত এবং বাংলাদেশে যাবে ক্রিকেট সূচি নিয়ে কথা বলতে। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গেও আমাদের কথা হয়েছে।‘

আইসিসি ক্রিকেট অস্ট্রেলিয়া চার জাতি সিরিজ প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) সিইও কেভিন রবার্টস সুপার সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর