ক্লাইভ লয়েডসহ বিশ্বকাপজয়ী চার ইংলিশ পাচ্ছেন নাইটহুড
২৮ ডিসেম্বর ২০১৯ ১০:৫৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৫০
যার কাঁধে ভর দিয়ে একসময় ক্রিকেট বিশ্ব শাসন করেছে ক্যারিবিয়রা। সেই কিংবদন্তী ক্লাইভ লয়েডকে সর্বোচ্চ সম্মাননা নাইটহুড উপাধি দেওয়া হচ্ছে। এই কিংবদন্তির সঙ্গে আরও চার ইংলিশ ক্রিকেটারও পাচ্ছেন নাইটহুড উপাধি। ইতিহাসে প্রথমবারের মতো পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করায় বড় ভূমিকা রাখায় চার ইংলিশ ক্রিকেটারকেও এই সম্মাননা দেওয়া হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে শুভেচ্ছা জানানো হয় ক্লাইভ লয়েডকে। সেখানে লেখা হয়, ‘ক্রিকেটে অসামান্য অবদানের জন্য নতুন বছরে নাইটহুড উপাধি পেতে যাওয়া কিংবদন্তী ক্লাইভ লয়েডকে অনেক শুভেচ্ছা।‘
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৭৪ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অধিনায়কত্ব করেছেন ক্লাইভ লয়েড। উইন্ডিজ ক্যারিয়ারে তিনি ৪৬ এরও বেশি ব্যাটিং গড়ে ৭৫১৫ রান করেন মাত্র ১১০ ম্যাচে। লয়েডের আগে স্যার গ্যারি সোবার্স, এভারটন উইকস এবং স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তীরাও নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন। উইন্ডিজের ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর উইন্ডিজের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন আর এছাড়াও আইসিসির সঙ্গে ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি।
কেবল ক্লাইভ লয়েডই নয়, সেই সঙ্গে ইংলিশদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়ায় নাইটহুড উপাধি পাচ্ছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান, একা হাতে ফাইনাল ম্যাচে জয় এনে দেয়া বেন স্টোকস, বিশ্বকাপ জুড়ে দারুণ পারফরম্যান্স করা জো রুট এবং জশ বাটলারও।
কিংবদন্তী ক্লাইভ লয়েড চার ইংলিশ ক্রিকেটার নাইটহুড বিশ্বকাপ জয়ী