মুশফিকের অর্ধশতকে বড় সংগ্রহ খুলনা টাইগার্সের
২৭ ডিসেম্বর ২০১৯ ২১:১৮
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১৮৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে খুলনা টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে রংপুরের সংগ্রহ ১৮২ রান।
মিরপুরে টসে জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় রংপুর। দলীয় ২৩ রানে মুস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন মেহেদী মিরাজ।
তার পরের বলেই মুস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম ভরসামান খেলোয়াড় রাইলি রুশো। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই ব্যাটসম্যান।
দলের রান যখন ৪৫ সে সময় লুইস গ্রেগ্রির শিকার হয়ে ফেরেন শামসুর রহমান।
এদিকে উইকেটের এক প্রান্ত কামড়ে পরে থেকে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। কিন্তু শান্ত ৩০ রান করে বিদায় নিলেও হাল ছাড়েননি মুশফিক। নিজের ব্যক্তিগত অর্ধশতক হাঁকানোর সাথে সাথে দলকে নিয়ে গিয়েছেন বড় সংগ্রহের পথে।
৫৯ রানে মুশফিক থামলে খুব একটা আশাজনক ইনিংস খেলতে পারেননি আর কেউই। শেষতক ৭ উইকেটে ১৮২ তে থামে খুলনার ইনিংস। রংপুরের হয়ে মুস্তাফিজ নেন তিনটি উইকেট।