Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দা উঠলো প্রিয় প্রাঙ্গন নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের


২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:০৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:২৪

শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্দা উন্মোচন হয়েছে আর্মি গলফ ক্লাবে চার দিন ব্যাপি “প্রিয় প্রাঙ্গন নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট ২০২০” এর।

টুর্নামেন্টটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার কর্নেল এস এম শওকত আলী (অব.), আর্মি গলফ ক্লাবের সদস্য সচিব লে. কর্নেল এ এস এম নাজমুল হক, আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল মো. শওকত ওসমান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান এই পাঁচটি ক্যাটাগরীতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৭০০ জন খেলোয়াড় অংশ নেবেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও অংশ নিবেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পুরস্কার বিতরণী এবং থার্টি ফাস্ট নাইট উদযাপনের মাধ্যমে আনুষ্ঠানটি শেষ হবে।

গলফ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর