Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের ক্রিকেটার থাকবে না; ভারতের সঙ্গে এমন কথা হয়নি: পাপন


২৬ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৭:০২

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশ নিয়ে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সারা বিশ্বের তারকা ক্রিকেটাররাও থাকবেন। এই ম্যাচগুলোকে ইতোমধ্যে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে আইসিসি। প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সব দেশই আশ্বস্ত করেছেন যে সকল ক্রিকেটাররা অবসরে থাকবেন তাদের এই ম্যাচ খেলতে পাঠাতে কোনো আপত্তি থাকবে না বোর্ডের।

বিজ্ঞাপন

আরও পড়ুন: পাকিস্তান সিরিজ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: পাপন

তবে এই ম্যাচ ঘিরেও তৈরি হয়েছে বিতর্কেরও। এশিয়া একাদশের দলে এশিয়ার দলগুলোর মধ্য থেকে থাকবেন নামীদামী তারকারা খেলবেন। তবে সম্প্রতি জানা গিয়েছে এই দলে খেলবেন না পাকিস্তানি ক্রিকেটাররা। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জয়েস জর্জ জানান, ‘এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকবে না। ফলে দু’দলের খেলোয়াড়দের একই সঙ্গে খেলা হচ্ছে না। সৌরভ গাঙ্গুলী আমাদের পাঁচজন খেলোয়াড়কে নির্বাচন করবেন।

তবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানান, ‘পাকিস্তানি ক্রিকেটার থাকলে ভারত অংশ নিবে না এমন কোনো কথা আমার সঙ্গে হয়নি। যে ক্রিকেটাররা লভ্য থাকবেন তাদের নিয়েই আয়োজন হবে। আমরা এমন কিছু বলিনি যে পাকিস্তানের ক্রিকেটাররা থাকতে পারবে না।‘

                                             পড়ুন: ক্রিকেটার আর কোচিং স্টাফরা পাকিস্তানে যেতে চায় না: পাপন

এই সম্পর্কে পাপন আরও বলেন, ‘আমরা যখন সব বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি সবাই ভালো সাড়া দিয়েছে। সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে তাদের পিসিএলের সঙ্গে সংঘর্ষ করছে বলে তারিখ পরিবর্তন করতে বলেছিল। কিন্তু আমরা বলেছি এটা সম্ভব নয়। আমাদের সরকার থেকে সময় দেওয়া হয়েছে ১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত। অন্য টুর্নামেন্টের সঙ্গে সংঘর্ষ করে বলে হয়তো ওরা আসতে পারবে না।‘

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর একটি ম্যাচ ভারতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এখনও অফিসিয়ালি কোনো আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে,’বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর ওই সময়ের মধ্যে যদি তাদের স্টেডিয়াম প্রস্তুত থাকে তাহলে এই দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচ ভারতে আয়োজন করতে। তবে আমরা এখনও এটা নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।‘

বিজ্ঞাপন

জয়েস জর্জ নাজমুল হাসান পাপন পাকিস্তানি ক্রিকেটার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের জয়েন্ট সেক্রেটারি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর