Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিউইদের বিপক্ষে প্রথম দিন শেষে বড় সংগ্রহের ইঙ্গিত অজিদের


২৬ ডিসেম্বর ২০১৯ ১৪:১৩

মেলবোর্নে বক্সিং টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দিন শেষে উইকেটে রয়েছেন স্টিভ স্মিথ (৭৭) এবং ত্রাভিস হেড (২৫)।

মেলবোর্ন ক্রিকেট মাঠে দিনের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে দলীয় ১ রানে কিউই পেসার ট্রেন্ট বোল্টের শিকার হয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার জো বার্নস।

দলীয় ৬১ রানে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার বিদায় নিলে কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ওয়ার্নারের বিদায়ের পর স্মিথকে নিয়ে দলের হাল ধরেন ল্যাবুশেন। কিন্তু ৬৩ রান করা ল্যাবুশেনকে মাঠছাড়া করেন গ্রান্ডহোম। ফলে ১৪৪ রানে স্বাগতিকদের তৃতীয় উইকেটের পতন ঘটে।

এরপর ম্যাথু ওয়েডকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্মিথ। এসময় ডেড বল কল দেয়াকে কেন্দ্র করে আম্পায়ার নাইজেল লংয়ের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় স্মিথের। কিউই পেসার নিল ওয়াগনারের শর্ট বল শরীর দিয়ে ঠেকিয়ে দুই রান নেন স্মিথ। কিন্তু সেই বলটি ডেড বল ঘোষণা করেন লং। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান সেই ওভারের ৫ম বলেও। এই ঘটনার জের ধরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় স্মিথ এবং লংয়ের মাঝে।

স্মিথ-ওয়েড জুটি বেশ ভালোই এগিয়ে যাচ্ছিলো। কিন্তু তাতে বাঁধ সাধেন গ্রান্ডহোম। ৩৮ রান করা ওয়েডকে ওয়াটলিংয়ের গ্লাভসে আটকে সাজঘরে পাঠান এই কিউই পেসার।

তবে উইকেট কামড়ে ধরে বসে থেকে স্টিভ স্মিথ তুলে নেন ক্যারিয়ারের ২৮ তম অর্ধশতক। দিন শেষে অপরাজিত থাকেন ৭৭ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন ত্রাভিস হেড। এই দুই জনের কল্যাণে প্রথম দিনে ৪ উইকেটের বিনিময়ে ২৫৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের হয়ে দুইটি উইকেট নেন গ্রান্ডহোম। একটি করে উইকেট পান বোল্ট এবং ওয়াগনার।

এর আগে সিরিজের প্রথম টেস্টে ২৯৬ রানের বড় জয় পায় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর