Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ বোলার খেলিয়েও রাজশাহী রয়্যালসের সামনে লক্ষ্য ১৭১ রান


২৪ ডিসেম্বর ২০১৯ ২০:২৩

বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রাজশাহী রয়্যালসকে ১৭১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা ওয়ারিয়র্সের সংগ্রহ ৮ উইকেটে ১৭০ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠায় রাজশাহী। ব্যাট করতে নেমে বেশ ভালই শুরুর ইঙ্গিত দিচ্ছিলো কুমিল্লার দুই ওপেনার; ভানুকা রাজাপাকসে এবং ডেভিড মালান।

তবে দলীয় ২৮ রানে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ভানুকাকে সাজঘরে পাঠান আফিফ হোসেন। ৮ বলে ১০ রান করে ফেরেন এই ওপেনার।

উইকেটে নেমে থিতু হতে পারেননি সাব্বির রহমানও। রাসেলের শিকারে পরিণত হয়ে ৫ রানে মাঠ ছাড়তে হয় এই ব্যাটসম্যানকে।

কুমিল্লার শিবিরে তৃতীয় আঘাত হানেন রাভি বোপারা। সৌম্য সরকারকে ২০ রানে থামিয়ে দেন ইংলিশ এই অলরাউন্ডার। সেই সাথে ভাঙেন মালান-সৌম্যের দাঁড়িয়ে যাওয়া জুটিটিও।

তবে উইকেটের আক প্রান্ত আগলে ধরে বসে থাকেন ডেভিড মালান। নিজের নামের পাশে যোগ করেন একটি অর্ধশতক।

মালানকে সঙ্গ দিতে এসেছিলেন দাশুন শানাঙ্কা। কিন্তু থিতু হবার আগেই মালানের সঙ্গিকে কেড়ে নেন আবু জায়েদ রাহি। দুই বল পর কিছু বুঝে উঠার আগেই রাহির দ্বিতীয় শিকারে পরিণত হন ইয়াসির আলি।

এরপর বোলিংয়ে এসে পরপর দুই বলে দুই উইকেট শিকার করে কুমিল্লার লাইনআপে ধ্বস নামান মোহাম্মদ ইরফান।

কেউ সঙ্গ না দিলেও একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ডেভিড মালান। রানের তুবড়ি ছুটিয়ে তুলে নেন এবারের আসরের ব্যক্তিগত প্রথম শতক। সেই সাথে আন্দ্রে ফ্লেচারের পর দ্বিতীয় ব্যাটসম্যান শতক হাঁকানো ব্যাটসম্যানের খাতায় নিজের নাম তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

৫৪ বলে করা টর্নেডো এই শতকে ছিলো পাঁচটি ছক্কা এবং নয়টি চারের মার। শেষতক তার ব্যাটে ভর করে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটের বিনিময়ে ১৭০ রান। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন রাহি, আন্দ্রে রাসেল এবং মোহাম্মদ ইরফান।

ছবি: শ্যামল নন্দী

কুমিল্লা ওয়ারিয়র্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রাজশাহী রয়্যালস

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর