Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে অনন্য উচ্চতায় তামিম ইকবাল


২৪ ডিসেম্বর ২০১৯ ১৮:২৪

বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচে অনন্য এক মাইলফলক ছুঁলেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন ওপেনার তামিম ইকবাল। বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি এই ওপেনার।

বিপিএলে এযাবৎ খেলেছেন ৬২ টি ম্যাচ। এই ৬২ ম্যাচ খেলেই ছুঁয়ে ফেললেন এই মাইলফলক।

চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ব্যাটসম্যান। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়ে প্রথম ম্যাচে জ্বলে না উঠলেও পরের ম্যাচগুলোতে ফিরেছেন সদর্পে। পরের ম্যাচেই খেলেছেন ৫৩ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস। এরপরের ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে খেলেছেন ৪২ বলে ৬২ রানের ইনিংস। এই দুটি ম্যাচই জিতে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

এরপর অসুস্থতার জন্য খেলতে পারেননি চট্টগ্রাম পর্বে স্বাগতিকদের বিপক্ষের ম্যাচটি। এই ম্যাচে ঢাকা দেখে ১৬ রানের হার। এরপর আবারো ফিরে আসেন কুমিল্লার বিপক্ষের ম্যাচে। খেলেন ৩৪ রানের ইনিংস। সেই সাথে দল পায় ৫ উইকেটের জয়।

সর্বশেষ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট থান্ডারের বিপক্ষে খেলেন ৪৯ বলে ৬০ রানের ইনিংস। আর সেই সাথে স্পর্শ করেন প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ২০০০ রানের মাইলফলক।

তামিম ইকবাল বঙ্গবন্ধু বিপিএল মাইলফলক যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর