Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলগত পারফর্মেন্সেই সফলতা দেখছেন প্লাঙ্কেট


২৪ ডিসেম্বর ২০১৯ ১৮:১১

সাগরিকায় নিজেদের খেলা শেষ করে ঢাকায় ফিরে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা চট্টগ্রাম বিপিএলের দ্বিতীয় পর্বে খেলা ৪ ম্যাচের তিনটিতেই জিতেছে। দলের এমন পারফর্মেন্সে ঢাকার ম্যাচে বেশ আশাবাদী সদ্য দলে যোগদান করা ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দলের সাথে অনুশীলনে সাংবাদিকদের সাথে দল সম্পর্কে তার মনোভাব ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

‘হ্যা চট্টগ্রাম ভালোই কেটেছে। আমি এসেছি শেষ দিকে, খেলেছি  শেষ ম্যাচে। ম্যাচের আগে, ৬ ঘন্টার মধ্যে অনুশীলন করে মাঠে নেমেছি। ওখানে তিনটা ম্যাচই জিতেছে দল, ছেলেরা উচ্ছ্বসিত। আমাদের পরের ম্যাচ ২৭ তারিখ সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে যোগ দিয়েছিলেন দলে। খেলা হয়নি ঢাকা পর্বের ম্যাচ। আর তাইতো অকপটেই স্বীকার করলেন নিজের দুর্বলতাগুলো। তিনি বলেন, ‘আমি এখানের উইকেট এখনো দেখিনি, সরাসরি চট্টগ্রামে খেলেছি। ওখানকার উইকেট দুর্দান্ত ব্যাটিং সহায়ক ছিল। ব্যাটসম্যানরা বেশ উপভোগ করেছে। টিভিতে যেটা দেখলাম ঢাকার উইকেটেও রাতে বল করা খুব কষ্টকর। লাইনে বল ফেলা কিংবা ইয়র্কারের চেষ্টা করা কঠিন।’

একটি ম্যাচ খেলেছেন দলের হয়ে। সেই ম্যাচেই দল পায় হারের স্বাদ। কিন্তু তাতেও আশা ছাড়েননি এই ইংলিশ পেসার। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই খেলতে চান প্লে অফে। ‘পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে অফ খেলতে চাই। গত ম্যাচে আমরা হেরেছি, ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে ব্যাটসম্যানরা। ছেলেরা বেশ পরিশ্রম করছে, আশা করি পরের ম্যাচেই বেশ শক্ত কামব্যাক করবো।’

তবে চট্টগ্রাম পর্বে দল সফল, এমনটাই দাবী প্লাঙ্কেটের। দলগত পারফর্মেন্সই এই সফলতার প্রধান চাবিকাঠি বলে মনে করেন তিনি। ‘আমার মনে হয় দলের সবাই সমান অবদান রাখছে এটাই দল হিসেবে সাফল্য এনে দিচ্ছে। ব্যাট হাতে টপ অর্ডার দুর্দান্ত, নতুন বলে তরুণ পেসাররাও ভালো করছে। এটাই মূলত সাফল্যের পেছনে কারণ মনে হয়।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা শুরু করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা দেড় টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

ইংলিশ পেসার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন লিয়াম প্লাঙ্কেট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর