Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ১২ ফাইনাল জয়ের পর হার মানলেন রোনালদো


২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৭

ক্রিস্টিয়ানো রোনালদো কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন আর তাঁর দল হেরেছে এমনটি খুঁজে পেতে হলে ফিরে যেতে হবে ২০১৪ সালের আগে। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর একে একে খেলেছেন ক্লাব এবং দেশের হয়ে সব মিলিয়ে মোট ১৩টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর ১৩ নম্বরটিতে এসেই হারের স্বাদ পেলেন রোনালদো।

ইতালিতে পাড়ি জমানোর পর চলতি মৌসুম অর্থাৎ ২০১৯-২০২০ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর দল হেরেছে মাত্র দু’টি ম্যাচ যার দুটিই লাৎসিওর বিপক্ষে। প্রথমটি ইতালিয়ান সিরি আ’তে আর দ্বিতীয়টি সৌদি আরবে অনুষ্ঠিত ইতালিয়ান সুপার কাপের ফাইনাল। লাৎসিওর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরে হাতছাড়া হলো মৌসুমের প্রথম শিরোপা।

বিজ্ঞাপন

কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আয়োজিত সুপার কাপের ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। ম্যাচের ১৬ মিনিটেই সার্বিয়ান মিডফিল্ডার সার্গেহ মিলিঙ্কোভিচ-সাভিচের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার লুইস আলবার্তো। তবে প্রথমার্ধের শেষের ঠিক আগেই পাওলো দিবালার গোলে সমতায় ফেরে রোনালদোর দল। ক্রিস্টিয়ানো রোনালদোর শট লাৎসিওর গোলরক্ষক টমাস স্ট্রাকোশা ফেরাতে না পারায় বল পেয়ে যান দিবালা। আর সেখান থেকে বল পাঠিয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ইতালির মিডফিল্ডার মার্কো পারোলোর অ্যাসিস্ট থেকে সেনাদ লুলিচের গোলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় লাৎসিও।এরপর আর সমতায় ফিরতে পারেননি রোনালদোরা। ম্যাচের শেষদিকে উল্টো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের উরুগুইয়ান মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুর। আর এর ঠিক মিনিটখানেক পর জুভেদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দানিলো ক্যাতালদি। তার ফ্রিকিক থেকে গোলের কারণেই শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ এবং শিরোপা জিতে নেয় লাৎসিও।

বিজ্ঞাপন

রোনালদো তাঁর ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৯টি শিরোপা জিতেছেন। আর ইতালিয়ান সুপারকাপ্টি হাতছাড়া না হলে ৩০ এর ঘরে পৌঁছে যেত রোনালদোর ট্রফি কেবিনেট। আর এমন হারে রোনালদো যে মোটেও খুশি নন তা ম্যাচ পরবর্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানেই দেখা গিয়েছে। মঞ্চ থেকে রানার আপের মেডেল নিয়ে মঞ্চ থেকে নেমেই খুলে ফেলেন গলা থেকে। আর হতাশ হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় শিরোপার দিকে। ৩৪ বছর বয়সেও রোনালদোর শিরোপা ক্ষুধার কোনো কমতি নেই। এখনও আফসোস করেন যেকোনো শিরোপা হাতছাড়া হলেই।

ইতালিয়ান সুপার কাপ ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস বনাম লাৎসিও