Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টিতে শফিউলের সেঞ্চুরি


২১ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৬

প্রিমিয়ার ডিভিশনে শফিউলের দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। কিন্তু বিশ্বকাপ পরবর্তী শ্রীলঙ্কা সফরে নির্বাচকদের দিয়েছেন কড়া জবাব। ওয়ানডের পর সেই ধারাবাহিকতা বজায় রাখলেন টি-২০ তেও। বিপিএলে এসে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরির রেকর্ড। তবে সেটি ব্যাট হাতে নয়। বল হাতে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রংপুরের বিপক্ষে পেয়েছেন তিন উইকেট। রংপুরের ডেলপোর্টকে ফিরিয়ে ছুঁয়ে ফেলেন এক অনন্য মাইলফলক। টি-২০ ক্রিকেটে তুলে নেন নিজের শততম উইকেট। ক্যারিয়ারের ৯৩ তম ম্যাচে স্পর্শ করলেন এই মাইলফলক।

বিজ্ঞাপন

সেই সাথে সেই ম্যাচে বাগিয়ে নেন ম্যাচ সেরার পুরস্কারও। ৪ ওভার বোলিং করে এক মেইডেনের সাথে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার নিজের করে নেন এই পেসার।

তবে বিপিএলে এটি তার ৭৩ তম উইকেট। একমাত্র বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট আছে শুধুমাত্র সাকিব আল হাসানের। সাকিবের বিপিএলে উইকেট সংখ্যা ১০৬।আর শফিউলের সামনে রয়েছেন আরও দুইজন। মাশরাফির শিকারকৃত উইকেট সংখ্যা ৭৬ এবং রুবেল হোসেনের ৭৫। এখন অপেক্ষা এই দুইজনকে টপকে সামনে এগিয়ে যাবার।

১০০ উইকেট বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ শততম উইকেট শফিউল ইসলাম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর