Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পগবা বিক্রির জন্য নয়: শোলশায়ার


২১ ডিসেম্বর ২০১৯ ১১:৫৫

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শেষ কবে মাঠে দেখা গেছে পল পগবাকে তা খুঁজে পেতে যেতে হবে অক্টবরের প্রথম দিনে। অর্থাৎ এখন থেকে প্রায় আড়াই মাস আগে রেড ডেভিলদের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন পল পগবা। আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের ৭ম রাউন্ডের ম্যাচটি খেলেছিলেন পগবা। এরপর কেবল ইংলিশ লিগেই ১০টি ম্যাচ খেলেছে রেড ডেভিলরা, সেই সঙ্গে ইংলিশ লিগ কাপ এবং ইউরোপা লিগের ম্যাচ তো ছিলই।

ইনজুরির কারণে ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন পগবা তা জানায়নি ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে এর মধ্যেই নিজের পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে ঠিকই অংশগ্রহণ করতে দেখা গেছে পগবাকে। আর তাতেই চাউড় হয়ে উঠেছে হয়তো জানুয়ারির শীতকালীন দলবদলের মৌসুমেই ক্লাব ছাড়তে পারেন পগবা।

বিজ্ঞাপন

তবে পগবার দলবদলের সংবাদ একবারেই উড়িয়ে দিলেন রেড ডেভিলদের কোচ ওলে গানার শোলশায়ার। আর দলে ভেড়াতে পারে রেড বুলসের স্ট্রাইকার এর্লিং হাল্যান্ডকে। পগবা আড়াই মাস ধরে দলের বাইরে সেই গোড়ালির চোটের কারণে।

পগবার দলবদলের গুঞ্জন উড়িয়ে দিয়ে শোলশায়ার জানান,’পগবা অনুশীলনে ফিরেছেন। খুব দ্রুতই তাকে আবারও মাঠে খেলতে দেখা যাবে। পগবার জানুয়ারিতে দল ছাড়া একদমই অসম্ভব।‘ অনুশীলনে যে অনেক মনযোগী। আমি ওকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না।‘

কেবল নিজের দলের খেলোয়াড় দলে থাকছে, এটা বলেই থেমে যাননি শোলশায়ার। এছাড়াও পগবাকে নিয়ে তিনি বলেন, ‘পগবা যতদিন ধরে ইউনাইটেডে খেলছে ততদিনই দারুণ খেলেছে। সে বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার তা নিয়ে কোনো সন্দেহ নেই। ও সুস্থ হয়ে ফিরলে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ মাতাবে।‘

বিজ্ঞাপন

এছাড়া রেড ডেভিল কোচকে প্রশ্ন করা হয় এর্লিং হাল্যান্ডকে নিয়ে। চলতি মৌসুমে অস্ট্রিয়ার লিগে মাত্র ২০ ম্যাচে ২৪ গোল করেছেন। আর তাকেই দলে ভেড়ানোর জন্য নজর দিয়েছে রেড ডেভিলরা। এ বিষয়ে শোলশায়ার জানান, ‘অন্য ক্লাবের ফুটবলারের ব্যাপারে মন্তব্য করব না। ওকে নিয়ে এখনই জল্পনা তৈরি করার সময় আসেনি।‘

এর্লিং হাল্যান্ড ওলে গানার শোলশায়ার জানুয়ারি দলবদলের মৌসুম পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর