Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুরবাজ-রুশো ঝড়ে উড়ে গেলো রংপুর


২০ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৮:১৮

খুলনার পেসে বিপর্যস্ত রংপুর জয়ের জন্য মুশফিকের দলকে বেঁধে দিয়েছিলো ১৩৮ রানের সহজ লক্ষ্য। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ এবং রুশো ঝড়ে ১২.৩ ওভারেই ৮ উইকেটের জয় ছিনিয়ে আনলো খুলনা টাইগার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেন গুরবাজ। দলীয় ২৪ রানে ওপেনার নাজমুল শান্ত বিদায় নিলে উইকেটে আসেন রাইলি রুশো।

রুশকে সাথে নিয়ে গুরবাজ বাড়িয়ে দেন তার তাণ্ডব। ৪.১ ওভারেই তুলে নেন দলীয় অর্ধশতক। দলীয় ৮৫ রানে গুরবাজের সেই ঝড় থামান মুকিদুল ইসলাম। ২২ বলে ৩৭ রান করে মুস্তাফিজের তালুবন্দি হন এই ওপেনার।

কিন্তু তাতে খুলনার ঝড়ে কোনো প্রভাবই যেন পড়ছিলো না। মুশফিকুর রহিমের আগমন নতুন মাত্রা আনে সেখানে। তাকে সাথে নিয়ে রুশো তুলে নেন ২৩ বলে ঝড়ো এক অর্ধশতক।

বাকি কাজটা সারেন তাঁরা দুইজনে মিলে। দলকে এনে দেন ৮ উইকেটের বড় জয়। রুশো অপরাজিত থাকেন ৬৬ রানে এবং মুশফিক খেলেন ১৫ বলে ১৬ রানের ইনিংস।

এর আগে সাগরিকার পাড়ে টসে জিতে রংপুর রেঞ্জার্সকে ব্যাট করতে পাঠায় খুলনা টাইগার্স। ব্যাট করতে নেমে শফিউল-শহিদুল-মোহাম্মদ আমিরের বোলিং তোপে রংপুরকে থামতে হয় ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে। খুলনার হয়ে ২১ রানে ৩ উইকেট নেন শফিউল।

ছবি: শ্যামল নন্দী

খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রাইলি রুশো শফিউল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর