Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের মাঠে আজ কুমিল্লাকে আতিথ্য দেবে চট্টগ্রাম


২০ ডিসেম্বর ২০১৯ ১১:৫৫

চলতি বঙ্গবন্ধু বিপিএল দারুণ সূচনা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেনদের মতো বাংলাদেশি তারকাদের নিয়ে গড়া দলটি এখনও অবস্থান করেছে লিগ টেবিলের শীর্ষে। ঘরের মাঠে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্সের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের দল সন্ধ্যা সাতটায় লড়বে কুমিল্লার বিপক্ষে। চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে সাগরিকার দলটি। নিজের এখন পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের মধ্যে জয় পেয়েছে চারটিতেই বিপরীতে হার মাত্র একটি ম্যাচে। অন্যদিকে কুমিল্লা ওয়ারিয়র্সও কম যায়নি। নিজের তিন ম্যাচের মধ্যে জয়ের দেখা মিলেছে দু’টিতে আর হেরেছে বাকি একটি ম্যাচে।

বিজ্ঞাপন

নিজেদের ষষ্ঠ ম্যাচ জয়ের দিকেই নজর চট্টগ্রামের। আর তাদের ফর্মও জানান দিচ্ছে জয়ের বিকল্প নিশ্চয় ভাবছেন না চ্যালেঞ্জার্সদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া দারুণ ফর্মে রয়েছে ইমরুল কায়েস, দলে আরও আছেন লেন্ডি সিমন্সের মতো মারকুটে ব্যাটসম্যান, আছেন অভিস্কা ফার্নান্দো আর বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

তবে অন্যদিকে কম যাচ্ছে না কুমিল্লাও, সৌম্য, সাব্বিরের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গ সঙ্গে দেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন আবু হায়দার রনি, আল-আমিন এবং সানজামুলসহ আরও বেশ কয়েকজন। কেবল দেশিই নয়, বিদেশীদের মধ্যেও বড় তারকা ভিড়িয়ে সাজানো হয়েছে কুমিল্লা দলটি। রাজাপাকশে, ডেভিড মালান আর দসুন শানাকার মতো হার্ড হিটাররা লড়বে চট্টগ্রামের বিপক্ষে।

আর হাড্ডাহাড্ডি এক লড়াই যে জহুর আহমেদ চৌধুরীতে হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এ ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় দুই কিংবা তিনে উঠে আসতে পারে কুমিল্লা। অবশ্য হারলেও শীর্ষস্থান পোক্তই থাকবে চট্টগ্রামের। দিনের প্রথম ম্যাচে খুলনা জিতলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকবে তারা। আর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে হারাতে পারলে তৃতীয় স্থানে উঠে আসবে কুমিল্লা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স চট্টগ্রাম পর্ব দিনের দ্বিতীয় ম্যাচ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর