আইপিএলের নিলাম: প্রথম দিনে দল পেলেন না মুশি-ফিজ
১৯ ডিসেম্বর ২০১৯ ২০:২০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ২২:৪৯
কলকাতায় চলছে আইপিএলের ত্রয়োদশ আসরের খেলোয়াড়দের নিলাম। নিলামের প্রথম ভাগেই দল পেয়েছেন বিশ্বের সেরা বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। তাদের ভেতর সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন অজি পেসার প্যাট কামিন্স। ভিত্তি মূল্য ২ কোটি হলেও সাড়ে ১৫ কোটি রুপি দিয়ে তাকে দলে ভিড়িয়েছে বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
দ্বিতীয় সর্বোচ্চ মূল্য উঠেছে গ্লেন ম্যাক্সওয়েলের। ২ কোটি ভিত্তিমূল্যের এই খেলোয়াড়কে ১০.৭৫ কোটি রুপিতে কিনে নিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাব। আর উইন্ডিজ পেসার শেল্ডন কটরেলকে সাড়ে ৮ কোটি রুপিতে দলভুক্ত করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
বাংলাদেশের মুশফিকুর রহিম ও মুস্তাফিজের নাম প্রথম দিনে ডাকা হলেও তাদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই।
চলুন এক নজরে দেখে নেই বিক্রি হওয়া খেলোয়াড়দের নাম এবং তাদের মূল্য
১। কলকাতা নাইট রাইডার্স: ইয়ন মরগান (৫ কোটি ২৫ লাখ), প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ), রাহুল ত্রিপাঠি (৬০ লাখ), বরুন চক্রবর্তী (৪ কোটি), এম সিদ্ধার্থ (২০ লাখ)
২। রাজস্থান রয়েলস: রবিন উথাপ্পা (৩ কোটি), জয়দেব উনাদকাট (৩ কোটি), জাসভি জয়সাল (২ কোটি ৪০ লাখ), আনুজ রাওয়াত (৮০ লাখ), আকাশ সিং (২০ লাখ), কার্তিক তিয়াগি (১ কোটি ৩০ লাখ), ডেভিড মিলার (৭৫ লাখ)
৩। মুম্বাই ইন্ডিয়ান্স: ক্রিস লিন (২ কোটি), নাথান কোল্টার নাইল (৮ কোটি), সৌরভ তিওয়ারি (৫০ লাখ)
৪। দিল্লি ক্যাপিটালস: জ্যাসন রয় (১ কোটি ৫০ লাখ), ক্রিস ওকস (১ কোটি ৫০ লাখ), অ্যালেক্স ক্যারি (২ কোটি ৪০ লাখ), শিমরন হেটমেয়ার (৭ কোটি ৭৫ লাখ)
৫। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ), ক্রিস মরিস (১০ কোটি)
৬। কিংস ইলেভেন পাঞ্জাব: গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ), শেল্ডন কটরেল (৮ কোটি ৫০ লাখ), দীপক হুদা (৫০ লাখ), ইশান পোরেল (২০ লাখ), রবি বিষনু (২ কোটি), জেমস নিশাম (৫০ লাখ)
৭। চেন্নাই সুপার কিংস: স্যাম কুরান (৫ কোটি ৫০ লাখ), পিযুষ চাওলা (৬ কোটি ৭৫ লাখ), জশ হ্যাজেলউড (২ কোটি)
৮। সানরাইজার্স হায়দ্রাবাদ: বিরাট সিং (১ কোটি ৯০ লাখ), প্রিয়াম গ্রাগ (১ কোটি ৯০ লাখ), মিচেল মার্শ (২ কোটি)
আইপিএল ২০২০ আইপিএলের নিলাম কলকাতা নাইট রাইডার্স গ্লেন ম্যাক্সওয়েল প্যাট কামিন্স মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমান