Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই মিনামিনোকেই দলে ভেড়াচ্ছে লিভারপুল


১৯ ডিসেম্বর ২০১৯ ১৬:১০

চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগেই লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন রেড বুল সালসবার্গের উইঙ্গার টাকুমি মিনামিনো। সেই মিনামিনোকেই ৭.২৫ মিলিয়ন পাউন্ডে কিনে নিলো লিভারপুল। শীতকালীন দলবদলে আগামি পহেলা জানুয়ারিতেই অল রেডদের দলে যোগ দিচ্ছেন জাপানি এই উইঙ্গার।

দলবদলের মৌসুমে এটাই লিভারপুলের প্রথম কেনা খেলোয়াড়। মিনিমিনোর জন্য ক্লপকে লড়াই করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। সব কিছু ঠিক থাকলে জানুয়ারি থেকে অল রেডদের হয়ে ১৮ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে লিভারপুলে যোগদান করে খুব উচ্ছ্বাসিত ২৪ বছর বয়সি এই জাপানি। তিনি বলেন, ‘ প্রিমিয়ার লিগে খেলা আমার লক্ষ্য ছিলো। সেই সাথে লিভারপুলের জার্সি গায়ে চাপিয়ে খেলাটা ছিলো স্বপ্ন। আমি ধারণাই করিনি আমার এই স্বপ্ন সত্যি হবে এবং আমি লিভারপুলের হয়ে খেলতে পারবো। আমি খুবই খুশি।’

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে লিভারপুল। রয়েছে টেবিলের শীর্ষে। আর মিনিমিনোর রয়েছে লিগে ২২ ম্যাচ খেলে ৯ টি গোল এবং ১১ টি অ্যাসিস্ট।

মিনামিনো লিভারপুল শীতকালীন দলবদল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর