Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুল


১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:২৭

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে ম্যাক্সিকান ক্লাব মন্তেরেকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুল।

কাতারে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মন্তেরেকে চাপে রাখে ক্লপের শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটে মোহাম্মদ সালাহ-এর দুর্দান্ত এক পাসে অল রেডদের এগিয়ে নেন মিডফিল্ডার নাবি কেইটা।

কিন্তু লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মন্তেরেকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার রোজেলিও ফুনেস মোরি। ম্যাচের ১৪ তম মিনিটে লিভারপুল গোলরক্ষককে পরাস্থ করতে সক্ষম হন তিনি।

এরপর ম্যাচের বেশিরভাগ সময় জুড়েই ছিল মন্তেরের আক্রমণ। তারকাদের অনুপস্থিতির সুযোগটা সর্বোচ্চ কাজে লাগায় দলটি।

ড্রয়ের দিকে যাওয়া ম্যাচ নাটকীয় ভাবে ঘুরিয়ে দেন লিভারপুলের আক্রমনভাগে অতিরিক্ত সময়ে নামা রবার্তো ফিরিমিনো। নেমে কোচকে হতাশ করেননি এই স্ট্রাইকার। ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ডের ডিফেন্সচেরা এক পাস ধরে দলকে জয়সূচক গোলটি উপহার দেন তিনি।

২১ ডিসেম্বর ফাইনালে একই ভেন্যুতে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর মুখোমুখি হবে লিভারপুল।

ক্লাব বিশ্বকাপ ফাইনাল লিভারপুল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর