Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লড়াই করে হারল যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন


১৮ ডিসেম্বর ২০১৯ ২২:২৯

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ১৬ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদুল্লাহ রিয়াদের দলের দেওয়া ২২২ রানের জয়ের লক্ষ্য ছুঁতে লড়াই করছিল মাশরাফির ঢাকা প্লাটুন। তবে শেষ পর্যন্ত ঢাকার সংগ্রহ দাঁড়ায় সবক’টি উইকেট হারিয়ে ২০৫ রান।

ঘরের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩৬ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলেন লেন্ডি সিমন্স। ইমরুল কায়েস ২৪ বলে ৪০ আর ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এতেই চট্টগ্রামের স্কোরবোর্ডে বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান। মোট সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২১ রান।

বিজ্ঞাপন

ঢাকার হয়ে ৪ ওভারে ৫৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন হাসান মাহমুদ। আর ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে একটি উইকেট নেন সালাউদ্দিন শাকিল।

২২২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা প্লাটুন। এনামুল হক বিজয় (১) ফেরেন দলীয় মাত্র ৮ রানে। তবে রানের ফুলঝুরি ছোটাতে থাকেন মুমিনুল হক। তুলে নেন অর্ধশতকও আর সে সময়েও দলকে রাখেন জয়ের পথে। তবে নিজে এক প্রান্ত আগলে ধরে রাখলেও অপরপ্রান্তের ব্যাটসম্যানরা একে একে ব্যর্থ হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত দলীয় ১২২ রানে আর ব্যক্তিগত ৫২ রানে নাসির হোসেনের শিকার হয়ে ফিরে যান মুমিনুল।

মুমিনুলকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন জাকির আলী। তবে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলে তিনিও ফিরে যান দলীয় মাত্র ৬০ রানের মাথায়। এরপর লরি ইভান্স (১৭), শহীদ আফ্রিদি (৯) আর অধিনায়ক মাশরাফি ৬ বলে ঝড়ো ২৩ রান করে ফিরে যান। তবে অপর প্রান্ত আঁকড়ে ধরে লড়াই চালিয়ে যান অভিজ্ঞ থিসারা পেরেরা। শেষ পর্যন্ত একাই লড়াই করে যান এই লংকান। তবে থামতে হয় নামের পাশে ৪৬ রান যোগ কর। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট  ২০৫ রান তোলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জয় পায় ১৬ রানের।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নিজের ৪ ওভারের কোটায় মুক্তার আলী ৪২ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ৪ ওভারে ২৩ রান দিয়ে মেহেদী হাসান রানাও নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া নাসির হোসেন ৪ ওভারে ৬০ রান দিয়ে নেন ২টি উইকেট।

ছবি: শ্যামল নন্দী

ঢাকা প্লাটুন বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর