পাকিস্তানের সাথে টেস্ট খেলতে চায় না বাংলাদেশ
১৮ ডিসেম্বর ২০১৯ ২১:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ২২:২৩
আগামী বছরের শুরুতে পাকিস্তানের সঙ্গে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবছে অন্যভাবে। আসন্ন সিরিজটিতে টেস্ট ম্যাচ খেলতে চাইছে না লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। চাইছে শুধুই তিনটি টি-টোয়েন্টি খেলতে।
বুধবার (১৮ ডিসেম্বর) সারাবাংলাকে এতথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেছেন, ‘আমরা পাকিস্তানে টি টোয়েন্টি খেলতে চাই তিনটা। টেস্ট নিরপেক্ষ ভেন্যুতে কিংবা পরবর্তী আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করবো।‘
পাকিস্তান সফরকে সামনে রেখে এর মধ্যে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানে পাঠিয়ে বিসিবি। আর এই পর্যবেক্ষকদের রিপোর্টের ওপরই বাংলাদেশের পাকিস্তান সফরের ভাগ্য নির্ভর করছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছে এই সিরিজ আয়োজিত হচ্ছেই। আর আজ বুধবার জালাল ইউনুসও ইঙ্গিত দিলেন বাংলাদেশের পাকিস্তান সফর প্রায় নিশ্চিত। তবে অপেক্ষা কেবল বাংলাদেশের টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়ে।
জালাল ইউনুস টপ নিউজ টেস্ট খেলবে না বাংলাদেশ পাকিস্তান সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড