সৌম্য-সাব্বিরে ভর করে রংপুরকে হারাল কুমিল্লা
১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:১৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:১৭
বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে ১৮১ রান পুঁজি করে রংপুর রেঞ্জার্স। তবে সৌম্য সরকার এবং সাব্বির রহমানের মারকুটে ব্যাটিংয়ে রংপুরের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে রংপুরকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদের সংগ্রহ ঝড়ো ২৭ বলে ৬১ রানের। দারুণ এই ইনিংসে শেহজাদ হাঁকিয়েছেন ৭টি চার এবং ৪টি ছয়। তবে তিনি ছাড়া বাকি কেউই ৩০ এর ঘরে রান তুলতে পারেননি। আর তাই তো বড় সংগ্রহ গড়া হয়নি রংপুরের। অধিনায়ক মোহাম্মদ নবী করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান।
কুমিল্লার হয়ে দারুণ বোলিং করেন মুজিব উর রহমান। চার ওভারে ২৫ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। আর একটি করে উইকেট তুলে নেন আল-আমিন, সানজামুল এবং সৌম্য সরকার।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। উদ্বোধনী জুটিতে ভানুকা রাজাপাকশে এবং সৌম্য সরকার তোলেন ৬ ওভারে ৬১ রান। সৌম্য সরকার আউট হন ব্যক্তিগত ৪১ রানে, এরপর উইকেটে এসে দারুণ ব্যাট ঘোরান সাব্বির রহমান। শেষ পর্যন্ত ৪৯ রান করে আউট হন সাব্বির।
তবে সাব্বির আউট হয়ে ফিরলেও ডেভিড মালান উইকেটের এক প্রান্ত আঁকড়ে ধরে রাখেন। আর শেষ পর্যন্ত দলকে জয় এনে দিয়ে অপরাজিত থাকেন ২৪ বলে ৪২ রান করে। কুমিল্লা ওয়ারিয়র্স দুই বল হাতে রেখেই ১৮২ রানের লক্ষ্য স্পর্শ করে ৪ উইকেট হারিয়ে।
রংপুরের হয়ে ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে একটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আর মোহাম্মদ নবী, মুকিদুল ইসলাম এবং টম আবেলও তুলে নেন একটি করে উইকেট।
ছবি: শ্যামল নন্দী
বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রংপুর রেঞ্জার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স সাব্বির রহমান সৌম্য সরকার