Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট সাউথ আফ্রিকার অনুরোধেই শার্লকে ছেড়েছে বিসিবি


১৮ ডিসেম্বর ২০১৯ ১৫:২২

ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে একটি চিঠি এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেই চিঠিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টকে নিজ দেশের কোচিংয়ের জন্য চেয়ে অনুরোধ করেছে প্রোটিয়া বোর্ডটি। সেই অনুরোধের প্রেক্ষিতেই সাবেক এই প্রোটিয়া ফাস্ট বোলারকে ছেড়ে দিয়েছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন। এখন থেকে নিজ দেশের পেসারদের বোলিং প্রশিক্ষণ দেবেন শার্ল।

বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যে, ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে শার্ল ল্যাঙ্গাভেল্টের ছাড়পত্র চেয়ে আমাদের বরাবর একটি অনুরোধ পত্র পাঠানো হয়েছে। আমরা দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার বিদ্যমান সম্পর্কের মূল্যয়ন করেই তাকে ছাড়পত্র দিয়েছি। একজন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে তার নিজ দলের সঙ্গে কাজ করার বিষয়টি আমরা সদয় বিবেচনায় নিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনতি বিলম্বে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।‘

বিসিবির কাছে শার্লকে চেয়ে পাঠানো মূলত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের পরিবর্তনের একটি প্রভাব। দলটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালক হওয়ার পর পাল্টে ফেলা হয়েছে জাতীয় দলের ব্যবস্থাপনা আদ্যপান্ত।

নিজ দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েই সতীর্থ উইকেটরক্ষক মার্ক বাউচারকে দায়িত্ব দিয়েছেন নতুন কোচের। বোলিং কোচ হিসেবেও সতীর্থ ল্যাঙ্গাভেল্টকেই চাইছেন স্মিথ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জুলাইয়ে বিশ্বকাপের পর কোর্টনি ওয়ালশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে শার্ল ল্যাঙ্গাভেল্টকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিজামউদ্দিন সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর