জয়ের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রয়োজন ১৩০ রান
১৭ ডিসেম্বর ২০১৯ ২০:১৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ২০:১৮
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৩০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে সিলেট থান্ডার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সিলেট সংগ্রহ করে ১২৯ রান।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম। ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে থাকে সিলেট। দলীয় ২৩ রানেই হারায় তাদের দুই ব্যাটসম্যানকে।
এরপর অ্যান্ড্রু ফ্লেচার এবং মোহাম্মদ মিঠুন দলকে কিছুটা গতি এনে দিয়েছিলো। কিন্তু দলীয় ৬২ রানে ফ্লেচারের বিদায়ে আবার শুরু হয় ব্যাটিং ধ্বস। ৭০ রান তুলতেই সাজঘরে ফেরেন আরও দুই ব্যাটসম্যান।
দলের এমন পরিস্থিতিতে হাল ধরতে এগিয়ে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাইম হাসান। দৃঢ়তার সাথে উইকেট আগলে ধরে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু বড় শটের আশায় রুবেলের বল মারতে যেয়ে মেহেদী হাসান রানার তালুবন্দি হয়ে ১১ রান করে মাঠ ছাড়েন নাইম হাসান।
নাইমের বিদায় যেন সইতে পারছিলেন না মোসাদ্দেক। তাইতো নাইমের বিদায়ের পরপরই উইলিয়ামসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সিলেট দলপতি। শেষতক ৮ উইকেটের বিনিময়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান।
চট্টগ্রামের হয়ে ২৩ রানে ৪ উইকেট নেন মেহেদী হাসান রানা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স চট্টগ্রাম পর্ব বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ সিলেট থান্ডার