Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফার নতুন নিয়মে খেলবেন জামাল-কলিনদ্রেসরা


১৭ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৮

ঢাকা: ফুটবলে গতি আনতে নতুন নতুন নিয়ম চালু করে থাকে ফিফা। চলতি বছরের জুন থেকে নতুন পাঁচ নিয়মে খেলা শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলে। বাংলাদেশেও এসব নিয়ম তাদের প্রথম মৌসুমেই মাঠে নামাতে প্রস্তুত। আসন্ন ফেডারেশন কাপেই ফিফার নতুন নিয়মগুলো কার্যকর করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সেই লক্ষ্যে নভেম্বরে দলবদলের পরপরই সর্বোচ্চ ক্লাবগুলোকে ডেকে কর্মশালা দিয়ে নিয়মগুলোর সঙ্গে পরিচয় করে দেয়ার ব্যবস্থা করে বাফুফে। ১৩ দল নিয়ে ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে এই নিয়মগুলো কার্যকর করবে পেশাদার লিগ কমিটি।

বিজ্ঞাপন

মূলত ফুটবলে গতি আনতে ম্যাচের মধ্যে নতুন পাঁচটি নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। ফিফা-র হয়ে ফুটবলের নিয়ম-কানুনের দিক দেখাশোনা করে এই ফুটবল সংস্থা। নতুন নিয়মে পেনাল্টি, হ্যান্ডবল, খেলোয়াড় বদলি, ফ্রি-কিক ও কোচদের নিয়ে পাঁচ জায়গায় পরিবর্তন নিয়ে এসেছে ফিফা।

অর্থাৎ এখন থেকে ঘরোয়া ফুটবলে নিয়মগুলো কার্যকর করবে এভাবে- পেনাল্টির নতুন নিয়মে গোলরক্ষক শট ঠেকিয়ে দিলে ফিরতি কোনও শট করতে পারবে না ফুটবলার, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই ফুটবলারের হাতে বল লাগুক হ্যান্ডবল বলে গণ্য হবে, সময় বাঁচাতে খেলোয়াড় বদলির সময় সবচেয়ে কাছে থাকা টাচলাইন থেকেই মাঠ ছাড়তে হবে ফুটবলারকে, ফ্রি-কিকে মানবদেয়াল তৈরির সময় অ্যাটাকিং দলের কেউ মানবদেয়ালে দাঁড়াতে পারবে না ও এখন থেকে কোচদেরও দেখানো হবে লাল কার্ড। লাল কার্ড পেলে কোচকে ডাগআউট ছাড়তে হবে। ডাগআউটে অবস্থানকৃত যে কোন কাউকেই কার্ড দেখাতে পারবে রেফারি।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাফুফের রেফারিস কমিটির কো-চেয়ারম্যান ইব্রাহিম নাসির বলেন, ‘ফুটবলে গতি আনতে ফিফা নতুন নিয়মগুলো পরিবর্তন করেছে কারণ ম্যাচের মধ্যে আগে ২০-২৫ মিনিট নষ্ট হতো। এখন থেকে ম্যাচ আরও আকর্ষণীয় হবে।’

নাসিরের জানিয়েছেন, ইতোমধ্যে ১৩ ক্লাবের ১০ ক্লাবকে ইতোমধ্যে সেমিনারের মাধ্যমে নিয়মগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। বসুন্ধরা কিংস, উত্তরা বারিধারা ও পুলিশ এফসির সঙ্গেও সেমিনারে অংশ নিবে।

‘আমরা এর মধ্যেই দুটা সেমিনার করেছি রেফারি ও ম্যাচ কমিশনারদের সঙ্গে জুন-সেপ্টেম্বরে। আজ আরেকটি করেছি। নিয়ম ধারাবাহিকভাবে পরিবর্তন হচ্ছে। সংশ্লিষ্টদের নিয়মের সঙ্গে অভ্যস্ত হতে হবে।’ নাসির যোগ করেন।

জামাল ভূঁইয়া ড্যানিয়েল কলিনদ্রেস ফিফা ফেডারেশন কাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর