Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক তাণ্ডবে খুলনার দাপুটে জয়


১৭ ডিসেম্বর ২০১৯ ১৭:০৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৭

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। রাজশাহী রয়্যালসের দেয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল হাতে রাখতেই জয় ছিনিয়ে নেয় খুলনা।

নিজেদের ইনিংসের শুরুতেই বড় রকমের হোঁচট খায় খুলনা। ইনিংসের দ্বিতীয় বলেই নাজমুল শান্ত বিদায় নেন রাসেলের শিকার হয়ে। দলীয় ২৫ রানে সাজঘরে ফিরে যান খুলনার আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

দলের এমন পরিস্থিতিতে হাল ধরেন মুশফিকুর রহিম এবং রাইরি রুশো। দৃঢ় ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। কিন্তু দলীয় ৯৭ রানে সেই জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ৩৫ বলে ৪২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।

কিন্তু উইকেটের অপরপ্রান্ত আগলে ধরে বসে থাকেন মুশফিকুর রহিম। ঝড়ো ব্যাটে সাথে সাথে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। সেই সাথে শামসুর রহমানকে সঙ্গে নিয়ে রাজশাহীর বোলারদের উপর চালাতে থাকেন ব্যাটিং তান্ডব।

শামসুর ২৯ করে থামলেও তখনও উইকেটে মুশফিক। রানের তুবড়ি ছুটিয়ে এগিয়ে চলছিলেন শতকের দিকে। জয়ের দ্বারপ্রান্তে থেকে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলে বিদায় নেন মুশি। এরপর বাকি কাজটা সারেন ফ্রাইলিঙ্ক। দলকে এনে দেন ৫ উইকেটের জয়। ম্যাচসেরা নির্বাচিত হন মুশফিকুর রহিম।

এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাট করতে নেমে শোয়েব মালিক এবং বোপারার দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে রাজশাহী।

আরও পড়ুনঃ মালিক-বোপারায় রাজশাহীর রানের পাহাড়

খুলনা টাইগার্স চট্টগ্রাম পর্ব বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ রাজশাহী রয়্যালস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর