Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে রামোস-মার্সেলোরা


১৭ ডিসেম্বর ২০১৯ ০৯:৫০

সামনে ঘনিয়ে আসছে এল ক্লাসিকো, মহারণের আগে কিছুটা বিশ্রাম মিলেছে রামোস-মার্সেলোদের। আর এই সুযোগটা হেলায় হারায়নি রিয়াল মাদ্রিদের প্রথম এবং দ্বিতীয় অধিনায়কদ্বয়। বিশ্রামের সময়ে হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুদের দেখতে যান সার্জিও রামোস, মার্সেল, ফিলিপে রায়েস এবং সার্জিও ল্লাল।

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের দুই অধিনায়ক সার্জিও রামোস এবং মার্সেলো ভিয়েরা আর সেই সঙ্গে রিয়াল মাদ্রিদ বাস্কেট বল দলের দুই অধিনায়ক ফিলিপে রায়েস এবং সার্জিও ল্লাল হাসপাতালে ভর্তি শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

আর কিছুদিন পরেই খ্রিস্টান ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড় দিন। কিন্তু অসুস্থতার কারণে এসব শিশুদের থাকতে হচ্ছে হাসপাতালেই। আর তাদের সঙ্গে বড় দিনের আগে কিছু সময় কাটাতে উপস্থিত হন এই চার অধিনায়ক।

কেবল অসুস্থ এই শিশুদের দেখতেই যাননি রিয়ালের তারকারা। সেই সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাচ্চাদের জন্য খেলনাও। রিয়াল মাদ্রিদের দুই দলের অধিনায়কের সঙ্গে ছিলেন দুই দলের কোচও। জিনেদিন জিদানও ছিলেন রামোস, মার্সেলোদের সঙ্গে।

অসুস্থ শিশুদের মার্সেলো রিয়াল মাদ্রিদ সার্জিও রামোস হাসপাতালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর