Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হলেন বেন স্টোকস


১৬ ডিসেম্বর ২০১৯ ১৮:২৪

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এর ২০১৯ সালের বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স, সেই সাথে অ্যাশেজের হেডিংলি টেস্টে ইংল্যান্ডকে একাই জয় এনে দেয়ার সুবাদে এই সম্মাননা পান তিনি

বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের দৌড়ে তাঁর সাথে লড়াই করে দ্বিতীয় হন লুইস হ্যামিলটন। আর স্প্রিন্টার দিনা অ্যাশার স্মিথ রয়েছেন তৃতীয় অবস্থানে।

বিজ্ঞাপন

বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের সাথে সাথে বর্ষসেরা দল হিসেবে ঘোষণা করা হয় ইংল্যান্ডের নাম।

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যাক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেন কোনো ক্রিকেটার। এর আগে ক্রিকেটার হিসেবে এই খেতাব জিতেছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। তিনি এই পুরস্কার জিতেছিলেন ২০০৫ সালে।

অ্যান্ড্রু ফ্লিনটফ অ্যাশেজ ইংল্যান্ড বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব বিবিসি বর্ষসেরা অ্যাওয়ার্ড বেন স্টোকস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর