Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপাকে পড়া জুভেন্টাস ফিরলো রোনালদোর জোড়া গোলে


১৬ ডিসেম্বর ২০১৯ ১২:৩৩

শেষ দুই ম্যাচে এক ড্র এবং এক হার। যার দরুন সিরি আ’তে এক প্রকারে বিপাকেই পড়ে গিয়েছিলো জুভেন্টাস। সেই সাথে খুইয়েছিলো শীর্ষস্থানও। তবে রবিবার (১৫ ডিসেম্বর) উদিসেনকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তুড়িনের বুড়িরা।

ঘরের মাঠে শুরু থেকেই বেশ দাপুটে খেলা খেলছিলো জুভেন্টাস। ম্যাচের নবম মিনিটেই প্রতিপক্ষের খেলোয়াড়ের গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এরপর ম্যাচের ৩৭ মিনিটে আবারো আঘাত হানেন রোনালদো। গঞ্জালো হিগুয়েনের নিখুঁত পাসে জোরালো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগীজ এই তারকা।

সফরকারীদের জালে তৃতীয় বলটি জড়ান লিওনার্দো বানুচ্চি। ৪৫ মিনিটে মেরি ডেমিরালের পাসে গোল করে দলকে ৩-০ গোলের লিড এনে দেন এই ইটালিয়ান ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সম্ভাব্য আক্রমণ চালালেও গোলের মুখ দেখতে ব্যর্থ হয় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে উদিসেন মিডফিল্ডার ইগ্নাসিও পুসেত্তো গোল করে কমান শুধু পরাজয়ের ব্যবধানই।

এই জয়ের পর ১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রতে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে জুভেন্টাস।

ইতালিয়ান সিরি আ ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর