Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানচেস্টার সিটি উড়িয়ে দিলো আর্সেনালকে


১৬ ডিসেম্বর ২০১৯ ১০:৪৫

ডি ব্রুইনের জোড়া গোলে আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। বিরতির আগেই তিন গোলের লিড পায় গার্দিওলা শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই গানার সমর্থকদের একদম নিশ্চুপ করে দেন ডি ব্রুইন। গ্যাব্রিয়েল জেসুসের পাসে ডি বক্সে ফাঁকা জায়গা পেয়ে জোড়ালো শটে দলকে ম্যাচের ২য় মিনিটেই লিড এনে দেন বেলজিয়ান এই মিডফিল্ডার।

প্রথম গোলের ঝাঁঝ মিটতে না মিটতেই ম্যাচের ১৫ তম মিনিটে গানারদের জালে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন রহিম স্টারলিং। মাঝ মাঠ থেকে জেসুসের পাসে বল নিয়ে বাম দিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ডি ব্রুইনি। এরপর ক্রস করেন রহিম স্টারলিংয়ের কাছে। বাকি কাজ টা সারেন তিনিই। দলকে এগিয়ে নিয়ে যান ২-০ গোলে।

ম্যাচের ৪০ মিনিটে স্বাগতিকদের জালে তৃতীয় বারের মতো বল জড়ান ডি ব্রুইনি। ডি বক্সের বাইরে থেকে নেয়া তাঁর জোরালো শট পোষ্ট ঘেঁষে জাল ছুঁলে ৩-০ তে এগিয়ে যায় সফরকারীরা।

ঠিক তার দুই মিনিট পর ডি ব্রুইনের হ্যাট্রিকের সুযোগে বাঁধা হয়ে দাঁড়ায় আর্সেনালের জার্মান গোলরক্ষক বার্নড লিনো। ব্রুইনের দূর পাল্লার শট তাঁর হাতে লেগে বারে আঘাত হানলে ব্যর্থ হয় তাঁর প্রচেষ্টা।

৩-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি।

এরপর দ্বিতীয়ার্ধের পুরোটা সময় বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি আর কেউই। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা বাহিনী।

১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বর দল হিসেবে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। আর সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে রয়েছে আর্সেনাল।

আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর