দুয়ার খুললো টোকিও অলিম্পিক স্টেডিয়ামের
১৬ ডিসেম্বর ২০১৯ ০২:৪৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:৪৯
আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো টোকিও অলিম্পিক স্টেডিয়ামের দুয়ার। যেখানে আগামী বছরের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে গ্রীষ্মকালীন অলিম্পিক। ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে বসবে অলিম্পিকের ৩২ তম আসর।
অলিম্পিক চলাকালীন সময় জাপানে প্রচন্ড গরমের কথা মাথায় রেখে নতুন করে সংস্কার কাজ করা হয় স্টেডিয়ামটির। জাপানের বিখ্যাত প্রকৌশলী কেংগো কুমার ডিজাইনে সংস্কার করা হয়েছে ১৯৬৪ সালের অলিম্পিকে ব্যবহৃত এই স্টেডিয়ামটি।
মূল কাঠামো ঠিক রেখে পরিবর্তন আনা হয়েছে স্টেডিয়ামটির ভেতরকার আবহে। ৫ তলা কাঠামোর সাথে সাথে স্টেডিয়ামটির মাটির নিচে করা হয়েছে দুই তলা। সেই সাথে স্টেডিয়ামটির চারদিকে লাগানো হয়েছে প্রচুর গাছ।
স্টেডিয়ামটিতে সংযোজন করা হয়েছে ১৮৫ টি ফ্যানস লাউঞ্জ এবং ১৬ টি শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ। স্টেডিয়ামটির উচ্চতা ৭০ মিটার থেকে কমিয়ে ৪৭ মিটারে নিয়ে এসেছেন প্রকৌশলী।
আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, পুরো সংস্কার কাজে ব্যয় হয়েছে প্রায় ১৬০ বিলিয়ন ইয়েন।
আগামি ২১ ডিসেম্বর সাবেক গতি মানব উসাইন বোল্ট এক বিশেষ প্রীতি রিলেতে অংশ নিতে এই স্টেডিয়ামের ট্র্যাকে নামবেন। যা কিনা সংস্কারের পর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম ইভেন্ট।