বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ
১৬ ডিসেম্বর ২০১৯ ০১:৩২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:৩৩
বিজয় দিবসকে সামনে রেখে প্রতিবারের ধারাবাহিকতায় এবারও প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ই ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এই প্রদর্শনী টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা বরাবরের মতোই শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশ এই দুই দলে ভাগ হয়ে অংশ নেবেন।
সোমবার (১৬ ডিসেম্বর) ম্যাচ শুরু হবে সকাল দশটায়। ম্যাচকে সামনে রেখে বিসিবি ইতোমধ্যেই ঘোষণা করেছে দুই দলের স্কোয়াড এবং ম্যানেজারের নাম।
শহীদ জুয়েল একাদশ: নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুত, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক), হাসিবুল হোসেন শান্ত।
ম্যানেজার: গোলাম ফারুক সুরু
শহীদ মোশতাক একাদশ: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), তারেক আজিজ খান, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলি খান, মোহাম্মদ রফিক, আনেয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলি, খালেদ মাসুদ পাইলট।
ম্যানেজার: রকিবুল হাসান
প্রদর্শনী ম্যাচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিজয় দিবস শের -ই-বাংলা জাতীয় স্টেডিয়াম