Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার রেকর্ড ভাঙবে বিরাট,রোহিত: লারা


১৫ ডিসেম্বর ২০১৯ ১১:৩৪

কিংবদন্তি ব্র্যায়ান লারার টেস্টে গড়া ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের দিকে চোখ রয়েছে বিশ্ব সেরা সকল ব্যাটসম্যানদেরই। সকলেই স্বপ্ন দেখেন লারার রেকর্ডে ভাগ বসাতে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার বেশ কাছাকাছিই চলে এসেছিলেন লারার রেকর্ড ভাঙার। তবে শেষ পর্যন্ত কিংবদন্তি লারার রেকর্ড ভাঙা বা স্পর্শ করতে পারেননি ওয়ার্নার। তার আগেই ৩৩৫ রানে অপরাজিত থেকে যান আর ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক টিম পেইন। আর তাতেই অধরা রয়ে যায় লারার রেকর্ড স্পর্শের স্বপ্ন।

বিজ্ঞাপন

ওয়ার্নারের এমন মহাকাব্যিক ইনিংসের পর আবারও আলোচনায় লারার ৪০০ রানের রেকর্ড। কে ভাঙতে পারে এই রেকর্ড? প্রশ্নটি ছিল ওয়ার্নারের কাছেও। তিনি জানিয়েছিলেন একমাত্র রোহিত শর্মায় পারবেন লারার রেকর্ড ভাঙতে। এবার স্বয়ং লারার কাছেই প্রশ্ন, কে ভাঙবেন কিংবা স্পর্শ করবেন তার রেকর্ড।

শনিবার (১৪ ডিসেম্বর) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই প্রশ্নের মুখে পড়েন কিংবদন্তি ব্রায়ান লারা। এমন প্রশ্নের মুখে পড়ে লারা জবাব দেন, ‘অতীতের ক্রিস গেল, ইনজামাম-উল-হক, সনৎ জয়সুরিয়া কিংবা ম্যাথিউ হেডেনের ক্ষমতা ছিল এই রেকর্ড ভাঙার। কারণ ওরা সবাই অনেক বিধ্বংসী ব্যাটসম্যান ছিল।‘

তবে এখানেই থেমে যাননি লারা, বর্তমানে তার এই রেকর্ড কে ভাঙতে পারে এমন প্রশ্নের জবাবে বলেন,’বর্তমানে ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটসম্যান টেস্ট ম্যাচের একটি দিন অথবা দেড় দিন ব্যাট করতে পারে, তা হলে অবশ্যই আমার রেকর্ড ভাঙতে পারবে। আমি আশা করব আমি যেন দেখে যেতে পারি যে আমার রেকর্ড কেউ ভাঙছে।‘

৪০০ রানের ইনিংস টেস্টে রেকর্ড ডেভিড ওয়ার্নার বিরাট কোহলি ব্র্যায়ান লারা রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর