প্রেসিডেন্ট বক্সের খাবার প্রেস বক্সেও
১৪ ডিসেম্বর ২০১৯ ২০:৫৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ০০:৩৯
বঙ্গবন্ধু বিপিএলে সাংবাদিকদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রেসিডেন্ট বক্সের সমমানের খাবার দেওয়া হবে। এতদিন যে খাবার দেয়া হত, তার মান নিয়ে প্রশ্ন ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন থেকে প্রেসিডেন্ট বক্স ও প্রেস বক্সে একই খাবার দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘অবশ্যই এটা মেজর ইস্যু। আমরা বৈষম্য করতে চাই না।’
বিসিবি সভাপতি আরও বলেন, এতদিন শের-ই-বাংলার প্রেস বক্সে সেভেন হিল নামের একটি প্রতিষ্ঠান থেকে খাবার সরবরাহ করা হত। তিনি জানতেন এখানকার খাবারের মান ভালো। তিনি বলেন, ‘প্রথম প্রশ্ন, কোথা থেকে খাবার আসে। আমাকে বলল যেখান থেকে আসে সেখান থেকেই নিয়মিত খাবার আসে। কাজেই জায়গাটা খারাপ না। নিশ্চয়ই কোথাও একটা সমস্যা আছে। এই বিষয়ে যেটা শুনলাম, সেটা হল প্যাকেটে করে খাবার দেওয়া হয় যা ওরা দুপুর ১২ টার সময় পৌঁছে দেয়। কেউ যদি তিনটা- চারটায় খেতে চায় তাহলে সমস্যা হতেই পারে।’
কিন্তু বিপিএল কাভার করছেন যেসব সাংবাদিক তারা খাবারের মান নিয়ে অভিযোগ করেন। ইতোমধ্যে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে এসেছে। এই বিষয়ে তিনি বলেন, ‘সমস্যা আছে বলেই সাংবাদিকরা ওই প্রতিষ্ঠানটির খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।’
এখন থেকে সংবাদকর্মীদের জন্য সেভেন হিলের বদলে অন্য কোন স্বনামধন্য প্রতিষ্ঠানের মানসম্মত খাবার সরবরাহের নির্দেশ দেন বিসিবি বস। তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, ওই জায়গা বাদ। ঢাকায় খেলে থাকলে অন্যতম সেরা প্রতিষ্ঠান ঢাকা ক্লাব থেকে খাবার দেওয়া হয়। দ্বিতীয়ত, প্যাকেট বাদ দিয়ে বুফে পদ্ধতিতে খাবার পরিবেশন করা হবে।’
বিসিবি সভাপতি বলেন, তিনি শুনেছেন অনেক সাংবাদিক বিকেল চারটার পরে দুপুরের খাবার খান। এই সময়ের মধ্যে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখন থেকে দুপুরের খাবারের সময় নির্দিষ্ট করে দেওয়া হবে এবং খেলা কাভার করতে আসা সাংবাদিকদের ওই সময়ের মধ্যেই লাঞ্চ শেষ করতে হবে।
টপ নিউজ নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি প্রেস বক্স