Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবস হকিতে বিমান বাহিনীর কাছে হেরেছে বাংলাদেশ পুলিশ


১৪ ডিসেম্বর ২০১৯ ২০:৪২

ওয়ালটন বিজয় দিবস হকি-২০১৯ এর সপ্তম দিনের একমাত্র ম্যাচে বিমান বাহিনীর কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা ৩.০০ টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বিমান বাহিনীকে প্রথম লিদ এনে দেন বেলাল হোসেন। এরপর ১৭ মিনিটে দলকে এগিয়ে দেন সজিব হোসেন।

ম্যাচের ২০ তম মিনিটে স্কোরলাইনে বিমানের হয়ে তৃতীয় গোল যোগ করেন রাজু আহমেদ। ২৪ মিনিটের মাথায় বিমানের হয়ে ৪র্থ গোলটি করেন সজিব। ৩৮ মিনিটে পুলিশের জালে ৫ম বারের মতো বল জড়ান বিমানের বেলাল।

এরপর পুলিশের হয়ে ৪২ মিনিটে আফসার আলি এবং ৫১ মিনিটে নাহিদ বাবুর গোলটি কমিয়েছে শুধু হারেরই ব্যবধান। বাংলাদেশ পুলিশের জালে শেষ গোলটি জড়ান বিমানের সজিব হোসেন।

এতে করে ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ বিমান।

আগামীকাল (১৫ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ নৌবাহিনী এবং বিকেএসপি; আর দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ সেনা বাহিনী।

বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বিমান বাহিনী বিজয় দিবস হকি টুর্নামেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর