ঝড়ো ব্যাটিংয়ে অর্ধশতক এনামুলের
১৪ ডিসেম্বর ২০১৯ ১৯:২৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ২০:১৩
বঙ্গবন্ধু বিপিএলের ৮ম ম্যাচে মুখোমুখি হয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন এবং সিলেট থান্ডার। টসে জিতে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ব্যাট করতে পাঠায় সিলেট। ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়।
শুরু থেকেই মারকুটে ছিলেন এই দুই ব্যাটসম্যান। দুইজনে মিলে দলের স্কোরশিটে যোগ করেন ৮১ রান। এরপর তামিম ব্যাক্তিগত ৩১ রানে ফিরে গেলে দলকে এগিয়ে নিয়ে যাবার গুরু ভার পড়ে বিজয় এবং ইভান্সের ওপর।
উইকেট আগলে ধরে দলকে এগিয়ে নিয়ে যাবার সাথে সাথে বিজয় তুলে নেন এবারের বিপিএলে নিজের প্রথম অর্ধশতক। ৪২ বলে খেলা তাঁর ৬২ রানের ইনিংসে রয়েছে একটি ছয় এবং আটটি চারের মার।
সেঞ্চুরির দিকে এগুতে থাকলেও শেষতক ৬২ তেই থামতে হয় তাকে। দেলোয়ার হোসেনের বলে মোসাদ্দেক হোসেনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।