টসে হেরে ব্যাটিংয়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন
১৪ ডিসেম্বর ২০১৯ ১৮:১৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ২০:১৫
বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন এবং সিলেট থান্ডার। রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট থান্ডার।
দুই ম্যাচে এক জয় এক হারে বর্তমানে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। অপরদিকে একটিও ম্যাচেও জয়ের মুখ দেখেনি সিলেট থান্ডার। জয়ের জন্য মুখিয়ে রয়েছে দুই দলই।
ঢাকা প্লাটুনঃ এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মেহেদী হাসান, লরি ইভান্স, জাকেল আলী, থিসারা পেরারা, আরিফুল হক, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ।
সিলেট থান্ডারঃ আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, সাফাক উল্লাস শফিক, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নায়েম হাসান, ক্রিসমার সান্তোকি, নাজমুল ইসলাম, এবাদত হোসেন, দেলওয়ার হোসেন।
বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন সিলেট থান্ডার্স