নাইমের ঝড়ো অর্ধশতক
১৪ ডিসেম্বর ২০১৯ ১৪:২৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৫
বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্স মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। টস জিতে আগে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম। আর ব্যাট করতে নেমেই মোহাম্মদ নাইম শেখের ঝড়ের মুখে পড়ে চট্টগ্রাম। মাত্র ২৬ বলেই অর্ধশতক তুলে নেন নাইম।
রংপুরের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন সদ্য বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়া মোহাম্মদ নাইম শেখ আর আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। আফগান এই ব্যাটসম্যান ৯ রান করে ফিরে গেলেও ব্যাট হাতে ঝড় শুরু করেন নাইম।
মাত্র ২৬ বলেই চলতি বিপিএলে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন মারকুটে এই ব্যাটসম্যান। ৬টি চার আর ৩টি ছয়ে নাইম অপরাজিত আছেন ৫৫ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ ওভারে ২ উইকেটে ৮২ রান। ৫ রান নিয়ে উইকেটে নাইমের সঙ্গে আছেন জহুরুল ইসলাম।
টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ মোহাম্মদ নাইম রংপুর রেঞ্জার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স