Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রান পাহাড়ে পিষে কুমিল্লাকে হারালো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন


১৩ ডিসেম্বর ২০১৯ ২২:৫২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ২২:৫৩

বঙ্গবন্ধু বিপএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। এবারের আসরের এটি প্রথম জয় দলটির।

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ব্যাট করতে পাঠায় কুমিল্লা ওয়ারিয়র্স। ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও তামিম, ইভান্স এবং পেরেরার ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেটের বিনিময়ে কুমিল্লার সামনে ১৮১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।

বিজ্ঞাপন

কুমিল্লাকে ১৮১ রানের লক্ষ্য বেঁধে দিলো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মাশরাফির ঢাকাকে চাপে রাখে কুমিল্লা। ওপেনার ভানুকা রাজাপাকসের ঝড়ো ব্যাটিংয়ে বেশ ভালই এগিয়ে চলছিলো দাসুন শানাঙ্কার দল। তবে ১২ বলে ২৯ করে মাশরাফির শিকার হয়ে সাজঘরে ফেরেন।

পরের ওভারেই আরেক ওপেনার ইয়াসির আলিকে ফেরান মেহেদী মিরাজ। ইয়াসিরের বিদায়ের পর দলের হাল ধরার দায়িত্ব কাঁধে তুলে নেন সৌম্য সরকার এবং ডেভিড মালান। দুই জনের ৫০ রানের জুটিতে দল পাচ্ছিলো জয়ের স্বাদ।

তবে দলীয় ৮৬ রানে সৌম্য সরকারের বিদায়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। উইকেটে এসে থিতু হবার আগে সাজঘরে ফেরত যান সাব্বির এবং শানাঙ্কা। পেরেরার পরপর আঘাতে ম্যাচ অনেকটাই চলে আসে মাশরাফির হাতে।

তবে উইকেটের এক প্রান্ত আগলে ধরে লড়াই ঠিকই চালিয়ে যাচ্ছিলেন মালান। কিন্তু ৩৬ বলে ৪০ করে মালানকে থামান ওয়াহাব রিয়াজ। লড়াইরত আরেক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের ২৭ বলে ৩৭ করে বিদায়ের পর দলের হাল ধরতে পারেননি আর কেউই।

এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। সেই সাথে ছিলো পেরেরা, রিয়াজদের নিয়ন্ত্রিত বোলিং। যার ফলে কুমিল্লা থেমে যায় ৯ উইকেটের বিনিময়ে ১৬০ রানে।

বিজ্ঞাপন

ফলে ২০ রানের জয় পায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

আরও পড়ুনঃ তামিমের ফেরায় স্বপ্নাতুর যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

কুমিল্লা ওয়ারিয়র্স টপ নিউজ তামিম ইকবাল বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ মাশরাফি বিন মুর্ত্তোজা যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর