তামিমের ফেরায় স্বপ্নাতুর যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন
১৩ ডিসেম্বর ২০১৯ ২০:৩১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১২:৩৪
কতদিন তার ব্যাটে হাসেনি! সেই বিশ্বকাপ থেকে শুরু করে শ্রীলঙ্কা সিরিজ, এরপর জাতীয় ক্রিকেট লিগ। তিন তিনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে তামিম ইকবাল ছিলেন ভীষণ নিস্প্রভ। তার ব্যাটে রানের ফোয়ারা ছোটেনি বলে লাল সবুজের দলও জয়ের আনন্দে ভাসেনি। অবশেষে বঙ্গবন্ধু বিপিএলে এসে নিজেকে ফিরে পেলেন দেশ সেরা ওপেনার। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে তার ধুন্দুমার ব্যাটেই টুর্নামেন্টে প্রথম জয়ের স্বপ্ন বিভোর হয়ে উঠেছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন ভক্তরা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাটিংয়ে শুরুতে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তামিম। ব্যক্তিগত ৫ রানে আলআমিন হোসেনের বলে একবার ক্যাচ তুলেছিলেন। কিন্তু মুজিব উর রহমান তা তালুবন্দি করতে পারেননি। ব্যাস, ওই শুরু হল তার ঝড়।
৪০ বল খেলে তুলে নিলেন ফিফটি। এরপর ব্যাট ছোটালেন শতকের দিকে। তবে ছোঁয়া হল না শতক। দাসুন শানাঙ্কার বলে সাব্বির রহমানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে ফেরার আগে খেলেন ৫৩ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস।